জঙ্গিরা করেছিল অমরনাথ যাত্রায় হল করে ছক। তবে, সেই ছক পুরোপুরিভাবে ভেস্তে দিল ভারতীয় সেনা. সেনা জওয়ানরা এদিন অভিযান চালায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। এই অভিযানে মোট ৩ জঙ্গির নিকেশ হয়েছে, যার মধ্যে ২ জন লস্কর জঙ্গি ছিল বলে খবর। এই অবস্থায় ভারতীয় সেনা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ খুবই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
এই অভিযানটিকে বেশ বড়ো ধরণের সাফল্য হিসাবে বর্ণনা করেছেন পুলিশের আইজিপি বিজয় কুমার। এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে কার্তুজ, ১০টি ম্যাগাজিন ও দুইটি একে-৪৭ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে স্থানীয় জঙ্গি আদিল হোসেন সহ দুই লস্কর জঙ্গি ছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, করোনার কারণে একটা বেশ কয়েকমাস থুড়ি দুই বছর অমরনাথ যাত্রা বন্ধ ছিল। আগামী ৩০ জুন থেকে এই যাত্রা শুরু হবে বলে খবর। এর আগেই হামলার ছক ভাঙতে পারায়, তা বড়ো সাফল্য বলে মনে করা হচ্ছে। এদিকে, নিহত জঙ্গি আদিল হোসেনের ব্যাপারে জানা গেছে যে, সে ২০১৮ সাল থেকে পাকিস্তানে আত্মগোপনে করেছিল। যদিও, অন্তনাগের পাহলগমের বাসিন্দা ছিল।
2022-06-14