করোনার কারণে স্কুল বন্ধ থাকার কারণে রাজ্যের পড়ুয়াদের ঠিকভাবে পড়াশোনা হয়নি। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরও আদতে পড়ুয়াদের জ্ঞানের ভান্ডার কতটা বৃদ্ধি পেল, সেই নিয়ে। এমন আবহে বর্ধমানে ঘটা একটি ঘটনা আরও একবার রাজ্যের পড়ুয়াদের মেধা ও জ্ঞানকে প্রশ্নের মুখে ফেলল।
প্রসঙ্গত, সদ্য মাধ্যমিক পরীক্ষায় পাশ করা এক পড়ুয়া সার্টিফিকেট নিতে এসেছিল বর্ধমান মহকুমা শাসকের অফিসে। সেখানে সেই পড়ুয়াকে ইতিহাসের খুব সহজ সাধারণ একটা প্রশ্নের উত্তর দিতে বলা হয়। কিন্তু সে প্রশ্নের উত্তর দিতে পারেননি। শুধু তাই নয়, তাকে যখন জিজ্ঞাসা করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এরা কারা? উত্তরে পড়ুয়া জানায়, সে নাকি চেনেই না। আবার অন্যদিকে বর্ধমান মহকুমা আধিকারিকের অফিসে এক প্রবীণ আধিকারিক এক মাধ্যমিক পরীক্ষায় পাশ করা পড়ুয়ার থেকে জানতে চেয়েছিলেন, দেশ কবে স্বাধীন হয়েছিল?
প্রশ্ন শুনে পড়ুয়া আধিকারিকের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। তবে শেষ পর্যন্ত সে উত্তর দিতে পারেনি। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় মহাত্মা গান্ধী, নেতাজি, ক্ষুদিরাম এরা কারা? সেই প্রশ্নের উত্তরও দিতে পারেনি সে। শুধু জানিয়েছে, এদের কথা সে ইতিহাসের বইতে পেয়েছে। এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে। শিক্ষাবিদরা পড়ুয়াদের এই করুণ অবস্থা দেখে কাঠগোড়ায় তুলেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে।