মে মাসে রেকর্ড ১৫.৮৮% পাইকারি মূল্যস্ফীতি, বাজার গেলেই পকেট ফাঁকা!

1/5মে মাসে সর্বোচ্চ ১৫.৮৮%-এ পৌঁছোল পাইকারি মূল্য সূচক (WPI)। শাকসবজি, ফল, দুধ, উত্পাদন, জ্বালানি এবং বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে পরিসংখ্যান।
2/5তার আগের মাসে, এপ্রিলে WPI ছিল ১৫.০৮%। মঙ্গলবার এমনটাই জানাল বাণিজ্য ও শিল্প মন্ত্রক।

3/5এটি ২০১১-১২-র প্রেক্ষিত গণনার সাপেক্ষে সর্বোচ্চ মূল্যস্ফীতি। বার্ষিক WPI মুদ্রাস্ফীতি —উৎপাদক স্তরে মুদ্রাস্ফীতি — একটানা ১৩ মাস ধরে দশকের ঘরে রয়ে গিয়েছে। ধারাবাহিকভাবে উপরের দিকেই উঠছে গ্রাফ।

4/5শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক জানায়, উচ্চ পাইকারি মূল্য মুদ্রাস্ফীতির ফলে খুচরো মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি হতে পারে।

5/5রিপোর্টে আরবিআই জানায়, শিল্প কাঁচামালের চড়া দাম, পরিবহন খরচ এবং আন্তর্জাতিক লজিস্টিকস ও সাপ্লাই চেনে বিঘ্নের ফলে মূল মুদ্রাস্ফীতির উপর প্রভাব পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.