দরদরিয়ে ঘেমে মঙ্গলবার সকাল থেকে যে অস্বস্তিকর দিন শুরু হয়ছে, তার জের চলবে দুপুর পর্যন্ত। তবে বিকেলের দিকে শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে হাসফাঁস দশা শুরু হয়েছিল। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এরকমই থাকবে। মঙ্গলবার দিনভর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এমনকি, বিকেলে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছেন আবহবিদেরা।
প্রসঙ্গত ক্যালেন্ডারে বর্ষা আসছে বৃহস্পতিবার থেকে। তবে আবহবিদরা জানিয়েছে বাংলায় আগামী দু’দিনের মধ্যে বর্যা ঢোকার অনুকূল পরিস্থিতি নেই। পূর্বাভাস অনুযায়ী দু’দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আলিপুর। তারা জানিয়েছে বর্ষা ঢুকলেও আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তি ফেরার সম্ভাবনা নেই। তবে এই সপ্তাহের শেষের দিকে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে বারে বলে আশ্বাস দিয়েছে হাওয়া অফিস।
তবে দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে এলেও উত্তরবঙ্গে বর্ষার দাপট চলছে পুরোদমে। উত্তরবঙ্গের সাত জেলায় ভারী এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।