1/6’কেন্দ্রীয় মন্ত্রী (নীতিন গড়করি) ভরা সভার মঞ্চে আমাকে বলেছিলেন, যত কেজি ওজন আমি কমাবো, তত হাজার কোটি টাকা তিনি উজ্জয়িনীর উন্নয়নের জন্য দেবেন।’ বক্তব্য বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উজ্জয়িনীর সাংসদ অনিল ফিরোজিয়ার। তিনি জানিয়েছেন, গড়করির কথা মতো তিনি ১৫ কিলো ওজন ঝরিয়েছেন।
2/6বিজেপির উজ্জয়িনীর এই সাংসদের দাবি, আপাতত তাঁর মিশন হচ্ছে ওজন কমিয়ে ফেলা। তিনি বলছেন, ‘আমি ১৫ কিলো ওজন কমিয়েছি… আরও কমিয়ে দেব। এবার আমি তাঁকে (অনিল ফিরোজিয়া) অনুরোধ করছি প্রতিশ্রুতি যেন তিনি পালন করেন টাকা দেওয়ার ক্ষেত্রে।’
3/6নীতিন গড়করির দেওয়া চ্যালেঞ্জে আপাতত একরোখা হয়ে নিজের ওজন কমিয়ে যাচ্ছেন উজ্জয়িনীর এই সাংসদ। যদি নীতিন গড়করির প্রতিশ্রুতিই ধরা যায়, তাহলে ফিরোজিয়ার দাবি তিনি ১৫ হাজার কোটি টাকা এলাকার উন্নয়নের জন্য পাচ্ছেন।
4/6উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ফেব্রুয়ারিতে উজ্জয়িনী এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। সেখানে তিনি জানিয়েছিলেন তিনি নিজে কীভাবে মেদ কমিয়ে ফেলেছিলেন, তার কাহিনি। যাতে সেই কাহিনি থেকে ফিরোজিয়া অনুপ্রাণিত হন। তখনই নীতিন গড়করি ওই প্রতিশ্রুতি দেন।
5/6সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বিজেপির এই সাংসদের ওজন ১২৭ কিলো ছিল। সেখান থেকে তিনি বর্তমানে ১৫ কিলো কমিয়ে ফেলেছেন। ফিরোজিয়া বলছেন, ‘যেহেতু আমি ১৫ কিলো কমিয়ে ফেলেছি, তাই আমি এখন ১৫ হাজার কোটি পাওয়ার যোগ্য।
6/6বিজেপির সাংসদ অনিল ফিরোজিয়ার দাবি, গত কয়েক মাস ধরে তিনি কঠিন ডায়েট প্ল্যানে ছিলেন। তার সঙ্গে ছিল রোজের ওয়ার্ক আউট। এতেই তিনি ওজন কমিয়েছেন বলে জনিয়েছেন।