পূর্ব বর্ধমানের কালনার মন্তেশ্বর এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠল। জানা গিয়েছে, এক ব্যক্তি তার বাড়ির সামনে উঠোন বাঁধিয়েছিলেন। সামান্য এই বিষয়টিকে সামনে রেখেই ওই ব্যক্তিকে বেধড়ক মারধোর করা হল। শাবল, ক্রিকেট খেলার ব্যাট, উইকেট ইত্যাদি দিয়ে বেধড়ক মারধোরের কারণে ওই ব্যক্তি শেষ পর্যন্ত মারা গেছেন।
সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম ছিল জীবনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। তিনি থাকতেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ির পাশে। জীবনকৃষ্ণবাবুর বাড়ি ছিল মন্তেশ্বরের হোসেনপুর গ্রামে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, শনিবার সুব্রত মুখোপাধ্যায় ও তার পরিবারের লোকেরা জীবনকৃষ্ণের ওপর চড়াও হন। শুধু তাই নয়, তাকে লক্ষ্য করে বাঁশ, লাঠি, শাবল নিয়ে তেড়ে আসে একদল যুবক। বেধড়ক মারধোর করা হয় তাকে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় জীবনকৃষ্ণ অসুস্থ বোধ করেন। দ্রুত নিয়ে যাওয়া হয় তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারের অভিযোগ, পঞ্চায়েত সমিতির লোকেরা তাদের বাড়ির উঠোনের সামনে দাঁড় করিয়ে রাখতেন বাইক, সাইকেল ইত্যাদি। সম্প্রতি ওই উঠোনটিকে বাঁধানো হয়েছিল। সেই কারণে সেখানে বাইক, সাইকেল রাখতে নিষেধ করেছিলেন জীবনকৃষ্ণ। আর তার কারণেই অশান্তির সূত্রপাত হয়। অভিযুক্তরা কেউ এখনও ধরা পড়েনি বলে জানা গেছে।
2022-06-10