আফগানিস্তানের জন্য ভারতের পাঠানো গম মাঝপথে চুরি করছে পাকিস্তান! রিপোর্ট তালিবানের খামা প্রেসের

তালিবান ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তান জুড়ে তীব্র খাদ্য সংকট। বাণিজ্য এবং জোগান ব্যবস্থার শোচনীয় দশা। এই অবস্থায় ক্ষুধার্ত আফগানদের মুখে খাদ্য তুলে দিতে হাজার হাজার কেজি গম পাঠাচ্ছে ভারত। আর এই গমই চুরি করে নিচ্ছে পাকিস্তান। প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।

কীভাবে চুরি করছে পাকিস্তান? ভারত থেকে গম বোঝাই ট্রাকগুলি পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করে। কিন্তু নির্দেশ মতো সেখানে গমের বস্তা না নামিয়ে ফেরার পথে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করে সেগুলি। আর সেখান থেকেই গম চুরি করছে পাকিস্তান। এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে খোদ আফগানিস্তানের খামা প্রেস।

তারা জানিয়েছে, সম্প্রতি ৩১ মে আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে প্রায় ৫০টি গম বোঝাই ট্রাক আটক করে তালিবান। সেগুলি অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করছিল। তার আগের দিন হেরাত-কান্দাহার সড়কে আরও গম বোঝাই ট্রাক আটক করা হয় বলে জানিয়েছে হেলমন্দ প্রদেশে তালিবানের অন্যতম শীর্ষকর্তা হাফিজ রশিদ হেলমন্দি। ওই ট্রাকগুলি পাকিস্তানে যাচ্ছিল।

পাকিস্তানের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। দেশটিতে খাদ্যসামগ্রী ও জ্বালানির দাম আকাশছোঁয়া। বিদেশি মুদ্রার ভাণ্ডার শূন্য হয়ে যাওয়ায় জ্বালানি-সহও প্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পড়ছে না ইসলামাবাদ। ফলে বিপাকে পড়েছে ইসলামাবাদ। এহেন পরিস্থিতিতে ভারতের গম চুরি করছে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.