এক বছরে ৩১টি র্যাঙ্কিং এগিয়ে এল ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)। QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩-এ সর্বোচ্চ র্যাঙ্কের ভারতীয় ইনস্টিটিউটের তকমা পেল IISc। IIT-বম্বে রয়েছে দ্বিতীয় স্থানে। তারপরে IIT-দিল্লি।
IISc ব্যাঙ্গালুরু বিশ্বের সেরা গবেষণা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে। এই মেট্রিকে ১০০/১০০-র নিখুঁত স্কোর পেয়েছে IISc। ‘এছাড়া, QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এর শীর্ষ-২০০টির মধ্যে IISc ব্যাঙ্গালুরু হল দক্ষিণ এশিয়ার দ্রুততম উন্নত বিশ্ববিদ্যালয়,’ জানানো হয়েছে রিপোর্টে।
তবে বিশ্বের মধ্যে IISc-র স্থান ১৫৫ নম্বরে। IIT-বম্বে এবং IIT-দিল্লি যথাক্রমে ১৭২ এবং ১৭৪ র্যাঙ্কে রয়েছে।
বিশ্বের সেরা ১,০০০ টি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের মোট ২৭টি প্রতিষ্ঠান রয়েছে। গত বছর সংখ্যাটা ছিল ২২।
মোট ৬টি শর্তের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং করে কোয়াকোয়ারেলি সাইমন্ডস (QS)।
এই শর্তাবলী হল — অ্যাকাডেমিক রেপুটেশন (AR), নিয়োগকর্তার রেপুটেশন (ER), ফ্যাকাল্টি-স্টুডেন্ট রেশিও (FSR), ফ্যাকাল্টি প্রতি উদ্ধৃতি (CpF), ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও।
পশ্চিমবঙ্গে:
বিশ্বের মধ্যে IIT খড়গপুর রয়েছে ২৮০ নম্বর র্যাঙ্কে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে ৬৫১-৭০০-র মধ্যে। কলকাতা বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০-এর মধ্যে।