1/6এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন মিলবে না মার্কশিট। এমনটাই জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফল প্রকাশের ১০ দিন পর মার্কশিট মিলবে।
2/6আগামী ১০ জুন (শুক্রবার) উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে সংসদ।
3/6সংসদের তরফে জানানো হয়েছে, এত দ্রুত ফলপ্রকাশ করা হওয়ায় এখনও মার্কশিট ছাপানোর কাজ চলছে। তাই অন্যবারের মতো ফলাফল প্রকাশের দিনই মার্কশিট দেওয়া হবে না।
4/6তাহলে কবে মার্কশিট দেওয়া হবে? আগামী ২০ জুন সংসদের নির্ধারিত ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট, সার্টিফিকেট দেওয়া হবে।
5/6তাহলে কোন নথি দেখিয়ে কলেজে ভরতির আবেদন করতে হবে? সংসদের তরফে জানানো হয়েছে, এবার ওয়েবসাইটে ফলাফল দেখার সময় মার্কশিটের সফট কপি ডাউনলোড করতে পারবেন। যা হুবহু আসল মার্কশিটের মতোই হবে।
6/6কখন রেজাল্ট দেখা যাবে? এবার ১০ জুন সকাল ১১ টা ৩০ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। https://wbresults.nic.in/ থেকে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। হিন্দুস্তান টাইমস বাংলায় রেজাল্ট দেখা যাবে।