রাজ্য চলছে খাম খেয়ালি বদমেজাজি স্বৈরাচারী এক অস্থিরমতি প্রধানের মাধ্যমে : ডঃ অচিন্ত্য বিশ্বাস

 প্রকাশ্য সরকারি সভায় দায়িত্বপ্রাপ্ত জেলাশাসকের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথার ধরণকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন উপাচার্য তথা ভারতীয় জাদুঘরের অছি পরিষদের সদস্য ডঃ অচিন্ত্য বিশ্বাস। অচিন্ত্যবাবুর মতে, রাজ্য চলছে খাম খেয়ালি বদমেজাজি স্বৈরাচারী এক অস্থিরমতি প্রধানের মাধ্যমে“।

অচিন্ত্যবাবু শুক্রবার এই প্রতিবেদককে জানিয়েছেন, ”বাঙালি একদা বৃটিশ শাসনকালে প্রশাসনে থাকতেন, মাথা তুলে কাজ করতেন। স্বাধীনোত্তর পর্বে বাঙালি আই এ এস কম আসছে। এই তো, মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা ছেলে মেয়েরা কেউই আই এ এস হতে চাইছে না! আসলে প্রশাসনিক পদে কাজ করতে স্নায়ু আর হৃদপিণ্ডের অন্যরকম শক্তি দরকার পড়ে। নারদ কাণ্ডে নাটের গুরু এক আই এ এস-কে সবারই মনে আছে। লজ্জা ঘৃণা ও ভয় থাকলে এমন আমলা হওয়া যায় না।

এখন পশ্চিমবঙ্গ শাসিত হচ্ছে খাম খেয়ালি বদমেজাজি স্বৈরাচারী এক অস্থিরমতি প্রধানের মাধ্যমে। জেলা শাসকদের যে ভাষা ও ভঙ্গিতে কথা বলছেন তা ভদ্রতার সীমা অতিক্রম করছে।মেরুদণ্ড বন্ধক দিতে না পারলে জেলা শাসক থাকা যাচ্ছে না। এই স্তাবক-তন্ত্র খুবই বিপজ্জনক। শুধুই প্রচার আর দুয়ারে পরিসেবার ঢাক বাজছে। এমন হলে তো প্রশাসন বলে কিছু থাকবে না। স্বজন পোষণ বাড়বে। কেউ কেউ সুকৌশলে উর্দি ছেড়ে রাজ্যসভায বা মন্ত্রীসভা আলো করবেন, এই যা। প্রসঙ্গত, সোমবার পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে জেলাশাসকের ওপরে রেগে অগ্নিশর্মা হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কী জেলা চালাচ্ছ তুমি? এত দিন জেলায় আছো। আমার ধারণাই বদলে গেল। আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম।’ এর পরেই বদলি হলেন জেলাশাসক। এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে।

অশোক সেনগুপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.