Gold prices- গত এক মাসের সর্বোচ্চ সোনার দাম, আগুন রূপোও

1/5মার্কিন ডলারের পতনের কারণে শুক্রবার সোনার দাম প্রায় গত এক মাসের মধ্যে সর্বোচ্চ হয়ে গিয়েছে। MCX-এ, সোনার ফিউচার ০.২% বেড়ে ১০ গ্রাম প্রতি ৫১,৩৯০ টাকা হয়েছে।

2/5অন্যদিকে রূপোর ফিউচার ০.৬% বেড়ে ৬২,৬৯৫ টাকা করে হয়েছে। বিশ্ববাজারে, সোনার দাম গত প্রায় এক মাসের মধ্যে সর্বাধিক। দুর্বল মার্কিন ডলারের কারণেই এই অবস্থা। 

3/5মার্কিন ডলার দুর্বল হলে বিদেশী ক্রেতাদের কাছে নগদের তুলনায় সোনায় বিনিয়োগের চাহিদা বাড়ে।

4/5কলকাতায় সোনার দাম: শুক্রবার, ৩ জুন কলকাতায় ১০ গ্রাম, ২৪ ক্যারাট সোনার দাম ৫২,৪৭০ টাকা। আগেরদিনের তুলনায় যা প্রায় ৫৪০ টাকা বেড়ে গিয়েছে। 

5/5গহনা সোনার ১০ গ্রাম প্রতি দাম, ৪৮,১০০ টাকা করে। গতকালের তুলনায় যা প্রায় ৫০০ টাকা বেশি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.