ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে ইস্তফা দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদসংস্থা এএনআইকে এমনই জানালেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।
এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শাহ বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্টের পদ ইস্তফা দিচ্ছেন বলে যে গুজব ছড়িয়েছে, তা তথ্যগতভাবে ভুল। সম্প্রচার স্বত্ব সংক্রান্ত বিষয়ে দারুণ সময় কাটছে। আগামিদিনে সে সুযোগ আছে, (তার সদ্ব্যবহার) এবং ভারতীয় ক্রিকেটের স্বার্থ সুরক্ষিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
বুধবার বিকেলে সৌরভের একটি বিজ্ঞপ্তি ঘিরে যাবতীয় জল্পনার শুরু হয়। একটি বিজ্ঞপ্তি জারি করে সৌরভ বলেন, ‘১৯৯২ সালে ক্রিকেটের যাত্রা শুরু করার পর ২০২২ সালে ৩০ বছর পূর্ণ হয়েছে। তারপর থেকে ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল যে আমাদের সকলের সমর্থন এনে দিয়েছে ক্রিকেট। আমার এই যাত্রায় যাঁরা ছিলেন, আমায় সমর্থন করেছেন এবং আজ আমি যেখানে আছি, সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি, যা সম্ভবত প্রচুর মানুষকে সাহায্য় করবে। আমি আশা করছি যে আমায় সমর্থন করতে থাকবেন, যখন আমি জীবনের নয়া অধ্যায়ে প্রবেশ করতে চলেছি।’
সৌরভের সেই টুইটের পরই জল্পনা শুরু হয়েছে, কোন জগতে প্রবেশ করতে চলেছেন ‘মহারাজ’? তাঁর বিজ্ঞপ্তির প্রথম লাইন দেখে অনেকেই ধারণা করেছিলেন, সম্ভবত ক্রিকেট দুনিয়া ছেড়ে অন্য কোনও জগতে পা রাখতে চলেছেন সৌরভ। এমনকী একটি মহলের তরফে দাবি করা হয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতিত্ব ছেড়ে দিয়েছেন সৌরভ। যদিও এএনআইকে বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, সভাপতি হিসেবে ইস্তফা দেননি সৌরভ।