GST Compensation: বকেয়া জিএসটি ক্ষতিপূরণ মিটিয়ে দিল কেন্দ্র, কত পেল পশ্চিমবঙ্গ?

৩১মে ২০২২ জিএসটি বাবদ রাজ্যগুলির বকেয়া ছিল ৮৬,৯১২ কোটি টাকা। এবার সবটাই মিটিয়ে দিল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। রাজ্যগুলি যাতে তাদের আর্থিক কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনা করতে পারে, সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। 

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জিএসটি ক্ষতিপূরণ তহবিলে মাত্র ২৫ হাজার কোটি টাকা ছিল।তা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাকি টাকাটা কীভাবে মেটানো হচ্ছে? সূত্রের খবর, সেস আদায় মুলতুবি রাখার কারণে সরকারের ভাঁড়ারে যে অর্থ জমেছে সেটা থেকেই মেটানো হচ্ছে।

অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ক্ষতিপূরণের যে অর্থ প্রাপ্য ছিল তার সঙ্গেই ফেব্রুয়ারি-মার্চ এবং এপ্রিল-মে এই দুমাসের ক্ষতিপূরণের অর্থ একসঙ্গে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত ২০১৭ সালের জুলাই মাস থেকে ভারতে লাগু হয়েছিল জিএসটি। এনিয়ে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। তবে কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল এটি লাগু করার জন্য় রাজ্যগুলির রাজস্বের যে ক্ষতি হবে তা পরবর্তী পাঁচ বছরের হিসাবে ক্ষতিপূরণ হিসাবে মিটিয়ে দেওয়া হবে। সংগৃহিত সেস জমা হচ্ছিল ক্ষতিপূরণের তহবিলে।

এবার দেখা যাক কোন রাজ্য কতটা ক্ষতিপূরণ পেল?  অন্ধ্রপ্রদেশ-৩১৯৯,অসম-২৩২, ছত্তিশগড়-১৪৩৪, দিল্লি- ৮০১২, গোয়া-১২৯১, গুজরাত- ৩৩৬৪, হরিয়ানা- ১৩২৫, হিমাচল প্রদেশ- ৮৩৮, ঝাড়খন্ড- ১৩৮৫, কর্ণাটক- ৮৬৩৩, কেরল-৫৬৯৩, মধ্যপ্রদেশ- ৩১২০, মহারাষ্ট্র-১৪১৪৫, পন্ডিচেরি- ৫৭৬,  পঞ্জাব- ৫৮৯০, রাজস্থান- ৯৬৩, তামিলনাড়ু- ৯৬০২, তেলেঙ্গানা- ২৯৬, উত্তরপ্রদেশ- ৮৮৭৪, উত্তরাখণ্ড- ১৪৪৯, পশ্চিমবঙ্গ- ৬৫৯১ কোটি টাকা পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.