কলকাতায় অনুষ্ঠানে এসে প্রয়াত সংগীত শিল্পী কেকে। গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসেছিলেন বলিউডের এই গায়ক। সেখানেই অসুস্থ বোধ করেন গায়ক। তারপর হোটেলে ফিরে যান তিনি। এরপর দ্রুত তাঁকেহাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গভীর রাতেই সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কৃষ্ণকুমার কুন্নাথ, আমরা যাঁকে কেকে নামেই বেশি চিনি, তাঁর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। ওঁর গান সব বয়সের শ্রোতাদের আবেগপ্রবণ করেছে। আমরা ওঁকে ওঁর গানের মধ্যে দিয়েই মনে রাখব। ওঁর পরিবারের সদস্য এবং অনুরাগীদের জন্য সমবেদনা জানাই। ওম শান্তি।
মঙ্গলবার অনুষ্ঠান চলাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানা যাচ্ছে বেসরকারি হাসপাতাল সূত্রে। কী কারণে মৃত্যু হয়েছিল তাঁর, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে।
গত দু’দিন ধরেই কলকাতায় ছিলেন কেকে। গুরুদাস কলেজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সংগীত শিল্পী, তাঁকে ঘিরে এদিন ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। মঙ্গলবার সন্ধ্যা ৬.৪৫ নাগাদ নজরুল মঞ্চে প্রবেশ করেন সংগীত শিল্পী। জনজোয়ারের মাঝে পারফর্মও করেন কেকে। তবে কয়েক মিনিটের মধ্যেই সব শেষ।