IPL 2022: যুজি, বাটলার থেকে অধিনায়ক সঞ্জু- চ্যাম্পিয়ন হতে না পারলেও RR-এর প্রাপ্তি কম নয়

1/5আইপিএলে এ বার লড়াকু মানসিকতা দেখিয়েছে রাজস্থান রয়্যালস। সেই সঙ্গে তারা টিম গেম খেলার চেষ্টা করেছে। যে কারণে রাজস্থান এই সাফল্য পেয়েছে।

2/5মাঝের কয়েকটা ম্যাচে তুলনায় রংচটা দেখালেও চূড়ান্ত ফর্মে ছিলেন জোস বাটলার। তবে শেষ রক্ষাটুকু করতে পারেননি। টুর্নামেন্টে অরেঞ্জ ক্যাপজয়ী বাটলার রাজস্থানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।

3/5যুজবেন্দ্র চাহাল বেগুনি টুপি জিতেছেন। তিনি মোট ২৭টি উইকেট নিয়েছেন। রাজস্থানের জার্সিতে পুরনো ছন্দে ফিরেছেন যুজি। এটা জাতীয় দলের কাছে ভালো বার্তা।

4/5সঞ্জু স্যামসন ক্যাপ্টেন হিসেবে নিজেরে পরিণত করে তুলেছেন। ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

5/5রবিচন্দ্রন অশ্বিন দুরন্ত ছন্দে অল-রাউন্ডারের ভূমিকা পালন করছেন। তিনি ১২টি উইকেট নেওয়া ছাড়াও ১৯১ রানও করেছেন। টি-টোয়েন্টিতে জাতীয় দল থেকে কার্যত বঞ্চিত অশ্বিন কিন্তু নিজেকে আইপিএলে প্রমাণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.