Kolkata Weather Today: বাড়বে তাপমাত্রা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, বাংলায় কবে ঢুকছে বর্ষা?

1/5আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ, ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে সন্ধ্যার দিকে। বাকি সময় দিনের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

2/5আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বমুখী গতিতে রাশ পড়বে না।  আগামী দু-তিনদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

3/5ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর ফলে বাংলায় আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতায় ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে।

4/5হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু তামিলনাড়ু, কর্নাটক ও উত্তর-পূর্ব ভারতের জেলাগুলোতে প্রবেশ করবে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ঢুকবে। এর প্রভাবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই আগামী দু’দিন চলবে। তৃতীয় দিন থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 

5/5মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.