1/5প্রথমবার আইপিএলে অংশ নিয়েই চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। টুর্নামেন্টের ইতিহাসে অত্যন্ত সফল সব দলগুলিকে টেক্কা দিয়ে আবির্ভাব মরশুমেই চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস যে বাঁধনছাড়া হবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। গুজরাট টাইটানস শিবিরে সঙ্গত কারণেই খুশির জোয়ার।
2/5গুজরাট টাইটানস ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পেয়ে যায়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়াদের সমর্থনে গলা ফাটান লক্ষাধিক দর্শক।
3/5চ্যাম্পিয়ন হওয়ার পরে সমর্থদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটানস। তারা হুডখোলা বাসে আমদাবাদের রাস্তায় ট্রফি নিয়ে সমর্থকদের ধন্যবাদ জানাতে বেরিয়ে পড়ে।
4/5শহরের রাস্তায় পান্ডিয়াদের ঘিরে ছিল রীতিমতো জনজোয়ার। মানুষের ঢল নামে ক্রিকেটারদের একঝলক চোখের দেখা দেখতে।
5/5উল্লেখ্য, রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল ২০২২-এর খেতাব জেতে হার্দিক পান্ডিয়ার নেতত্বাধীন গুজরাট টাইটানস। ফাইনালে প্রথমে ব্যাট করে রাজস্থান ৯ উইকেটে ১৩০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট ৩ উইকেটে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায়।