ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আজ ২০২১ সালের সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে৷ এবারের পরীক্ষায় শ্রুতি শর্মা শীর্ষস্থান অর্জন করেছেন৷ অঙ্কিতা আগরওয়াল দ্বিতীয় এবং গামিনী সিংলা তৃতীয় স্থানাধিকারী হয়েছেন।
জানা গিয়েছে, প্রথম স্থানাধিকারী শ্রুতি সেন্ট স্টিফেনস কলেজ ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া আবাসিক কোচিং অ্যাকাডেমিতে পড়াশোনা করেছেন।
এদিকে এবারের ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঐশ্বর্য ভার্মা, পঞ্চম স্থানে উত্তর্ক দ্বিবেদী, ষষ্ঠ স্থানে যক্ষ চৌধুরী, সপ্তম স্থানে সম্যক এস জৈন, অষ্টম স্থানে ইশিতা রাঠি, নবম স্থানে প্রীতম কুমার, দশম স্থান হরকিরাত সিং রনধাওয়া।
এই পরীক্ষায় মোট ৬৮৫ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পরীক্ষায় পাশ করা ৬৮৫ জনের মধ্যে ২৪৪ জন জেনারেল, ৭৩ জন EWS বিভাগের, ২০৩ জন OBC বিভাগের, ১০৫ জন SC বিভাগের এবং ৬০ জন ST বিভাগের। এবারে আইএস-এ ১৮০ জন নিয়োগ পাবেন, ৩৭ জন আইএফএস-এ নিয়োগ পাবেন এবং ২০০ জন আইপিএস-এ নিয়োগ পাবেন।
কীভাবে দেখবেন রেজাল্ট?
UPSC-এর অফিসিয়াল সাইট upsc.gov.in-এ যান।
হোম পেজে উপলব্ধ ‘ইউপিএসসি সিভিল সার্ভিসেস ফাইনাল রেজাল্ট ২০২১’ লিঙ্কে ক্লিক করুন।
একটি নতুন পিডিএফ ফাইল খুলবে যেখানে পরীক্ষায় পাশ করা প্রার্থীদের নাম এবং রোল নম্বর থাকবে।
পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন এবং পরবর্তী প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট করিয়ে নিন।