1/5২৮ মে শনিবার গভীর রাতে একটি রোমাঞ্চকর ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে ২০২২ মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। শেষ বলে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে। যেখানে সুপারনোভাস জিতেছে।
2/5দ্বিতীয়বার ফাইনাল ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে ভেলোসিটিকে। এই রোমাঞ্চকর ম্যাচটি মাত্র চার রানে জেতে হরমনপ্রীতের নেতৃত্বাধীন সুপারনোভাস। এই ম্যাচ জিতে ইতিহাস তৈরি করল তারা। কারণ চতুর্থ মরশুমে তৃতীয় শিরোপা জিতল তারা।
3/5বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই-এর থেকে সুপারনোভাস উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২২-এর বিজয়ী হওয়ার জন্য ২৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে।
4/5দিয়েন্দ্রা ডটিন মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২২-এর টুর্নামেন্টের সেরা খেতাব জিতেছিলেন। তাকে ২.৫ লক্ষ টাকার চেক সহ একটি ট্রফি দেওয়া হয়েছে।
5/5দিয়েন্দ্রা ডটিন ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, যার জন্য তিনি এক লাখ টাকার চেক এবং একটি শিল্ড পেয়েছেন। এই ম্যাচে তিনি ৬২ রান করেন এবং ২টি উইকেট নিয়েছেন।