Sidhu Moose Wala shot dead: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার, রাজনৈতিক হিংসা? প্রশ্ন উঠছে

প্রকাশ্য দিবালোকেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পাঞ্জাবের গায়ক সিধু মুসে ওয়ালার। এই ঘটনায় আরও দু’জনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। রবিবার পাঞ্জাবের মানসা জেলায় ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, এলাকাটি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল।

শুভদীপ সিং সিধু। গায়ক, গীতিকার, র‌্যাপার এবং অভিনেতা শুভদীপ সিং সিধুকে মানুষ বেশি চেনেন সিধু মুসে ওয়ালা নামে। এর আগে নানা কারণে বিতর্কের মুখে পড়েছিলেন এই গায়ক। তাঁর বিরুদ্ধেও হিংসাত্মক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগ ছিল। নিজের গান ‘সঞ্জু’তে তিনি হিংসার হয়ে প্রচার করেছেন বলে অভিযোগ উঠেছিল। একবার নয়, দু’বার তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। কিন্তু এমন ভয়ঙ্কর পরিণতির কথা কেউ ভাবেননি। 

গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন তিনি। আপ প্রার্থীর কাছে ৬৩ হাজারের কাছাকাছি ভোটে পরাজিত হন তিনি। আম আদমি পার্টির ভোটদাতাদের তিনি ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করেছিলেন নিজের গানে। সেই কারণেই অনেকের প্রশ্ন, এটি কি রাজনৈতিক হিংসার কারণে হত্যা?

সিধু মুসে ওয়ালার জন্য আলাদা করে নিরাপত্তার ব্যবস্থাও ছিল। হালে সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হয়। সিধু মুসে ওয়ালা ছাড়াও আরও ৪২৪ জনের নিরাপত্তার ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে এর মধ্যে। তার পরেই এমন ঘটনায় হতবাক সকলে। 

এখন পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, তাতে রবিবার দুপুরে পাঞ্জাবের মানসা জেলার জাওয়াহারকে এলাকা সিধু মুসে ওয়ালার উপর আক্রমণ হয়। সব মিলিয়ে প্রায় ৩০ রাউন্ডের কাছাকাছি গুলি চলেছে বলেও খবর পাওয়া গিয়েছে। সেখানেই মারা গিয়েছেন সিধু মুসে ওয়ালা। এমনই খবর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.