‘বাহুবলী’ থেকে ‘কাছের মানুষ’ হয়ে ওঠার প্রচেষ্টা! নতুন কৌশল ব্যারাকপুরের সংসদ অর্জুন সিংহের| ‘আমাদের অর্জুন’ মোবাইল অ্যাপের মাধ্যমে এবার ব্যারাকপুরের ঘরে ঘরে পৌঁছানোর বাজি বিজেপি সাংসদের| সঙ্গে সাংসদকে অভাব অভিযোগ জানানোর জন্য এল নতুন ওয়েবসাইটও| ‘দিদিকে বলো’র পাল্টা ‘আমাদের অর্জুন’ তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ বলেই রাজনৈতিক মহলে জল্পনা|
আগামীকাল, মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুরের সুকান্ত সদনে ‘আমাদের অৰ্জুন’ মোবাইল অ্যাপ এবং একটি ওয়েবসাইট (www.arjunsinghmp) লঞ্চ করতে চলেছেন অর্জুন সিংহ| এই দুই মাধ্যমে ব্যারাকপুরের মানুষ যে কোনও প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তার সমাধানও মিলবে দ্রুত। নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এমনটাই আশ্বাস দিয়েছেন সাংসদ অর্জুন। পোস্টটিতে লেখা হয়েছে, “হাত বাড়ালেই বন্ধু, আপনার করা অভিযোগ সাংসদ করবেন সমাধান”। নিজের লোকসভা এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতেই অর্জুনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে|
এ ব্যাপারে অর্জুন সিংহকে ফোন করা হলে তিনি বলেন, “যেখানে কাজের ধরণ যেমন সেখানে সেভাবেই কাজ করতে হয়| বিজেপির নীতি মানুষের কাজ করে যাওয়া। এখানে কাজ না করলে চলে না। মানুষের জন্য কাজ দ্রুততার সঙ্গেই করতে হয় এই দলে। তাই এই নতুন উদ্যোগ।”
তবে রাজনৈতিক মহল অবশ্য অন্য অঙ্ক দেখছে। তাহলে কি ব্যারাকপুরে নিজের জমি আরও পোক্ত করতেই অর্জুনের এই পদক্ষেপ, এই প্রশ্নও উঠছে। অর্জুন সিংহ জেতার পর থেকেই ব্যারাকপুরে বিভিন্ন সময়ে রাজনৈতিক অশান্তি দেখা দিয়েছে, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, একাধিক মৃত্যু, ১৪৪ ধারা জারি, দুই রাজনৈতিক দলের অভিযোগ, পাল্টা অভিযোগ, মিটিং মিছিল সব কিছু মিলিয়ে বারাকপুরের মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন হিংসার রাজনীতিতে। তৃণমূলও পাল্টা বাঙালি-অবাঙালি তর্যা শুরু করে দিয়েছিল।
রাজ্যের শাসক দলের প্রচার ছিল, অর্জুন সিংহ সাংসদ হওয়ার পর থেকেই অশান্তি বেড়েছে। সেই সবের মধ্যে ‘বাহুবলি’ অর্জুনের ভাবমূর্তিও খারাপ হচ্ছিল খানিক। ফলে, বাঙালি-অবাঙালি বিতর্ক দূরে ঠেলে নিজের লোকসভা এলাকার সব মানুষকে কাছে টানতেই এই নয়া উদ্যোগ নিলেন বিজেপি সাংসদ, মনে করছে ওয়াকিবহাল মহল।