1/6১৬ ম্যাচে ৮২৪ রান করে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন বাটলার। তাঁর ধারেকাছে আর কেই লড়াইয়ে নেই। ফাইনালের আগেই অরেঞ্জ ক্যাপ তাঁর নিশ্চিত হয়ে গেল। হার্দিক পাণ্ডিয়া হয়ে থাকলেও বাটলারকে ধরা তাঁর পক্ষে কোনও ভাবেই সম্ভব নয়।
2/6কেএল রাহুল ১৫ ম্যাচে ৬১৬ রান করেছেন বটে। কিন্তু তিনি তো আইপিএলের দৌড়েই নেই। তাঁর দল লখনউ সুপার জায়ান্টস ছিটকে গিয়েছে এলিমেনটরে। লড়াইয়ে তিনি থাকলেও প্লে-অফে বাটলার যা খেলছেন, তাতে অনেকটাই পিছনে পড়ে যেতেন।
3/6কুইন্টন ডি’কক ১৫ ম্যাচে ৫০৮ রান করেছেন। আর তাঁর টিমও ছিটকে গিয়েছেন। তাই আপাতত তিনে থেকেই সন্তুষ্ট থাকতে হবে তাঁকে।
4/6ফ্যাফ ডু’প্লেসি ১৬ ম্য়াচে ৪৬৮ রান করেছেন বটে, তবে তিনিও ছিটকে গিয়েছেন। তাঁর টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোয়ালিফায়ার-টু-তে রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে। তবে ফাইনাল খেললেও বাটলারের ধারেকাছে কোনও ভাবেই পৌঁছতে পারতেন না ফ্যাফ।
5/6শিখর ধাওয়ান ১৪ ম্যাচে ৪৬০ করেছিলেন বটে। তবে তাঁর দল পঞ্জাব কিংস তো লিগ পর্ব থেকেই ছিটকে গিয়েছে।
6/6হার্দিক পাণ্ডিয়ার অবশ্য আইপিএল ফাইনালে জোস বাটলারের টিম রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। কিন্তু তাঁর পক্ষে কোনও ভাবেই বাটলরাকে স্পর্শ করা সম্ভব হবে না। তিনি ১৪ ম্যাচে ৪৫৩ রান করেছেন। তাই এই মরশুমে অরেঞ্জ ক্যাপ জিতবেন জোস বাটলারই।