1/6তাঁর টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছিটকে গেলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় ফের শীর্ষস্থান দখল করল ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৬ ম্যাচে তাঁর উইকেট সংখ্যান দাঁড়াল ২৬।
2/6আরসিবি-র বিরুদ্ধে আবার কোনও উইকেটই নিতে পারেননি যুজবেন্দ্র চাহাল। তাঁর ১৬ ম্যাচে ২৬ উইকেট। তবে পিছিয়ে পড়েছেন ইকোনমিরেট এবং গড়ের বিচারে। ফাইনালে আর ১উইকেট নিলেই পার্পল ক্যাপ জিতে যাবে যুজি। কারণ হাসারাঙ্গারা ছিটকে যাওয়ায় এখন আর যুজির ধারেকাছে কেউ থাকল না।
3/6পঞ্জাব কিংসের কাগিসো রাবাডা ১৩ ম্যাচে ২৩ টি উইকেট নিয়েছিলেন বটে, তবে তাঁর টিম ছিটকে যাওয়ায় তিনি আর এই লড়াইয়ে নেই।
4/6সানরাইজার্স হায়দরাবাদের তরুণ প্রতিভা উমরান মালিক ১৪ ম্যাচে ২২টি উইকেট নিয়ে ফেলেছিলেন। কিন্তু হায়দরাবাদ ছিটকে যাওয়ায় তিনিও পার্পল ক্যাপের লড়াই থেকে ছিটকে গিয়েছেন।
5/6দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব ১৪ ম্যাচে ২১ উইকেট নিলেও, তাঁর টিম ছিটকে যাওয়ায় তিনিও এই লড়াই থেকে ছিটকে গিয়েছেন।
6/6কোয়ালিফায়ার টু-তে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে বেগুনি টুপির লড়াইয়ে জোস হ্যাজেলউড ছয়ে উঠে এসেছিলেন। ১২ ম্যাচে ২০টি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর টিম আরসিবি-ও ছিটকে গিয়েছে। তাই হ্যাজেলউডের লড়াইও শেষ।