1/6আজ আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ পুরুলিয়ায় পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় সামান্য কমেছে তেলের দাম। তাছাড়া জ্বালানির দাম কমেছে কালিম্পং, হাওড়া, দক্ষিণ দিনাজপুরে।
2/6আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৭.২৩ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৮৮ টকায়। বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.২৯ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.০১ টাকা। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৬৪ টাকা, ডিজেল ৯৩.৩৪ টাকা। কোচবিহারে পেট্রল বিকোচ্ছে ১০৭.৩৭ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৪ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল বিকোচ্ছে ১০৬.৮৮ এবং ১০৬.৩২ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.৫৫ এবং ৯৩.০৪ টাকায়।
3/6দার্জিলিঙে পেট্রল ১০৫.৭১ টাকা, ডিজেল ৯২.৪৬ টাকা। হুগলিতে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৫২ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.২২ টকায়। জলপাইগুড়িতে পেট্রলের দাম ১০৬.৪৩ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.১৩ টাকা। মালদায় পেট্রলের দাম ১০৫.৯২ টাকা, ডিজেল ৯২.৬৬ টাকা। ঝাড়গ্রামে পেট্রল বিকোচ্ছে ১০৬.৮৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৫৩ টাকায়।
4/6কলকাতায় আজ পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রলের দাম ১০৫.৯৬ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৬৯ টাকা। হাওড়ায় পেট্রলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। মুর্শিদাবাদে পেট্রল বিকোচ্ছে ১০৭.২৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৯৩ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৯০ টাকায় এবং ১০৬.০৩ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৫৭ এবং ৯২.৭৬ টাকা করে।
5/6এদিকে কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১০.৫২ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৫.৪২ টাকায়। হাওড়াতেও তেলের দাম কলকাতার মতোই। এদিকে উত্তর ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে ১১০.৯৮ টাকায়। ডিজেল মিলছে ৯৫.৮৫ টাকায়। দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল মিলছে ১১০.৯৮ টাকায়। ডিজেলের দাম এখানে ৯৫.৪২টাকা।
6/6আজ নদিয়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৫৪ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.২৪ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.৩৭ ও ১০৬.৬৭ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.০৫ এবং ৯৩.৩৩ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.৩৯ এবং ১০৫.৮৬ টাকা, ডিজেল ৯৩.১০ এবং ৯২.৬১ টাকা। পুরুলিয়ায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৮৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৫৩ টাকায়।