1/5বিরাট কোহলি ও ট্রেন্ট বোল্টের লড়াই দেখার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করবে। কারণ ব্যাট বলের লড়াই জমে উঠবে যখন এই দুই তারকা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবেন। সবে নিজের ফর্ম ফিরে পাচ্ছেন বিরাট, এমন অবস্থায় তিনি কীভাবে বোল্টকে সামলান সেটাই দেখার।
2/5ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে সঞ্জু স্যামসনের লড়াইটা দেখার হবে। এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে ১২ বলের লড়াই হয়েছে। যেই লড়াই-এ সঞ্জু করেছেন ১৬ রান। এবং এই লড়াইয়ে দু বার সঞ্জুর উইকেট পেয়েছেন হাসারাঙ্গা। ২০২২ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে এই লড়াই-এর দিকে সকলের নজর থাকবে।
3/5লিগের ম্যাচে যখন রিয়ান পরাগ RCB-র বিরুদ্ধে ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন তখন হার্ষালকে বড় ছক্কা মেরেছিলেন রিয়ান পরাগ। এরপরে ম্যাচের শেষে রিয়ানের সঙ্গে হাতে মেলাননি হার্ষাল প্যাটেল। সেই লড়াই কি আজও মাঠে দেখা যাবে।
4/5যুজবেন্দ্র চাহালের সঙ্গে দীনেশ কার্তিকের লড়াইটা বেশ উপভোগ করা যাবে। কারণ দারুণ ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। অন্যদিকে চাহালও নিজের স্পিনের জাদু দেখাচ্ছেন। এমন অবস্থায় RCB মিডিল অর্ডারে যখন কার্তিক খেলতে আসবেন, তখন সঞ্জু অবশ্যই চাহালকে বল করতে পাঠাবেন।
5/5এলিমিনেটরে লখনউ-এর বিরুদ্ধে দারুণ একটা ইনিংস খেলে সকলের নজরে এসেছেন রজত পতিদার। কোয়ালিফায়ারেরও তার থেকে বড় ইনিংসের উপহার চাইবে RCB, তবে রজতের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। এই লড়াইয়ের দিকেও সকলের নজর থাকবে।