EPFO Interest: চাকরিজীবীদের জন্য সুখবর,এবছর আগাম ঢুকবে PF-এর সুদ! টাকা ঢুকল কিনা জানবেন কীভাবে?

1/5সাধারণত বছরের শেষে পিএফের সুদ জমা হয়, তবে এবছর এর ব্যতিক্রম ঘটতে পারে। বর্তমানে ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন সুদ দিচ্ছে পিএফ। তাই শীঘ্রই অর্থ মন্ত্রক ভোক্তাদের অ্যাকাউন্টে সুদ জমা করার অনুমোদন দিতে পারে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, সরকার পরের মাসের শেষের আগে অর্থাৎ ৩০ জুনের আগে যে কোনও সময় পিএফ অ্যাকাউন্টধারীদের কাছে সুদের টাকা পাঠাতে পারে। এমনও রিপোর্ট প্রকাশ হয়েছে, যাতে দাবি করা হয়েছে দুর্গাপুজোর আগে পিএফ-এর সুদ ঢুকতে পারে অ্যাকাউন্টে। পিএফ-এ সুদ ঢউকল কি না, তা জানতে আপনাকে নজর রাখতে হবে আপনার পাসবুকে। (MINT_PRINT)

EPF পাসবুকের (EPFO ই-স্টেটমেন্ট) মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার বেতন থেকে কত টাকা কেটে পিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে এবং আপনার কোম্পানি কত টাকা আপনার হয়ে জমা করেছে পিএফ অ্যাকাউন্টে। শুধু তাই নয়, আগের কোম্পানি থেকে নতুন কোম্পানিতে EPF অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায়। এই আবহে আগের সংস্থায় কাজ করার সময় অ্যাকাউন্টে কত টাকা জমেছে, তাও এই স্টেটমেন্টের মাধ্যমে জানা যায়। 80C ধারার অধীনে মোট আয় থেকে কতটা ডিডাকশন ক্লেম করা যেতে পারে তাও জানতে সাহায্য করে EPF পাসবুক (EPF ই-স্টেটমেন্ট)। ইপিএফ পাসবুকে পিএফ অ্যাকাউন্ট নম্বর, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিমের সম্পূর্ণ বিবরণ, কোম্পানির নাম এবং আইডি, ইপিএফও অফিসের বিশদ থাকে। (REUTERS)
2/5EPF পাসবুকের (EPFO ই-স্টেটমেন্ট) মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার বেতন থেকে কত টাকা কেটে পিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে এবং আপনার কোম্পানি কত টাকা আপনার হয়ে জমা করেছে পিএফ অ্যাকাউন্টে। শুধু তাই নয়, আগের কোম্পানি থেকে নতুন কোম্পানিতে EPF অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায়। এই আবহে আগের সংস্থায় কাজ করার সময় অ্যাকাউন্টে কত টাকা জমেছে, তাও এই স্টেটমেন্টের মাধ্যমে জানা যায়। 80C ধারার অধীনে মোট আয় থেকে কতটা ডিডাকশন ক্লেম করা যেতে পারে তাও জানতে সাহায্য করে EPF পাসবুক (EPF ই-স্টেটমেন্ট)। ইপিএফ পাসবুকে পিএফ অ্যাকাউন্ট নম্বর, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিমের সম্পূর্ণ বিবরণ, কোম্পানির নাম এবং আইডি, ইপিএফও অফিসের বিশদ থাকে। (REUTERS)
EPFO রেজিস্ট্রেশন: প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ -এ যেতে হবে। এর পর Activate UAN-এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। UAN, Aadhaar, PAN এবং অন্যান্য সম্পূর্ণ বিবরণ সেখানে লিখতে হবে। এরপর 'Get Authorization Pin' এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। এতে ফিল আফ করা সমস্ত তথ্য যাচাই করতে হবে। তারপর মোবাইলে ওটিপি পাঠানো হবে। OTP লিখুন এবং 'Validate OTP & Activate UAN'-এ ক্লিক করুন। UAN সক্রিয় হলে, আপনি পাসওয়ার্ড সহ SMS পাবেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আপনি লগইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
3/5EPFO রেজিস্ট্রেশন: প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ -এ যেতে হবে। এর পর Activate UAN-এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। UAN, Aadhaar, PAN এবং অন্যান্য সম্পূর্ণ বিবরণ সেখানে লিখতে হবে। এরপর ‘Get Authorization Pin’ এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। এতে ফিল আফ করা সমস্ত তথ্য যাচাই করতে হবে। তারপর মোবাইলে ওটিপি পাঠানো হবে। OTP লিখুন এবং ‘Validate OTP & Activate UAN’-এ ক্লিক করুন। UAN সক্রিয় হলে, আপনি পাসওয়ার্ড সহ SMS পাবেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আপনি লগইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
EPF পাসবুক ডাউনলোড করতে, প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইট https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp-এ ক্লিক করুন। তারপরে UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখুন। তারপর লগইন অপশনে ক্লিক করুন। এখন আপনি যদি পাসবুক দেখতে চান, তাহলে আইডি বেছে নিন। এর পরে, আপনি স্ক্রিনে EPF পাসবুক দেখতে পাবেন, যার উপর ক্লিক করে আপনি পাসবুকের PDF কপি ডাউনলোড করতে পারেন।
4/5EPF পাসবুক ডাউনলোড করতে, প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইট https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp-এ ক্লিক করুন। তারপরে UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখুন। তারপর লগইন অপশনে ক্লিক করুন। এখন আপনি যদি পাসবুক দেখতে চান, তাহলে আইডি বেছে নিন। এর পরে, আপনি স্ক্রিনে EPF পাসবুক দেখতে পাবেন, যার উপর ক্লিক করে আপনি পাসবুকের PDF কপি ডাউনলোড করতে পারেন।
তাছাড়া পিএফ ব্যালেন্স জানতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে একটি মিসড কল দিন। এর পরে, EPFO-এর পাঠানো মেসেজের মাধ্যমে PF-এর বিশদ বিবরণ পাওয়া যাবে। এখানে আপনার UAN, PAN এবং Aadhar লিঙ্ক আবশ্যক।
5/5তাছাড়া পিএফ ব্যালেন্স জানতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে একটি মিসড কল দিন। এর পরে, EPFO-এর পাঠানো মেসেজের মাধ্যমে PF-এর বিশদ বিবরণ পাওয়া যাবে। এখানে আপনার UAN, PAN এবং Aadhar লিঙ্ক আবশ্যক।

1/5সাধারণত বছরের শেষে পিএফের সুদ জমা হয়, তবে এবছর এর ব্যতিক্রম ঘটতে পারে। বর্তমানে ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন সুদ দিচ্ছে পিএফ। তাই শীঘ্রই অর্থ মন্ত্রক ভোক্তাদের অ্যাকাউন্টে সুদ জমা করার অনুমোদন দিতে পারে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, সরকার পরের মাসের শেষের আগে অর্থাৎ ৩০ জুনের আগে যে কোনও সময় পিএফ অ্যাকাউন্টধারীদের কাছে সুদের টাকা পাঠাতে পারে। এমনও রিপোর্ট প্রকাশ হয়েছে, যাতে দাবি করা হয়েছে দুর্গাপুজোর আগে পিএফ-এর সুদ ঢুকতে পারে অ্যাকাউন্টে। পিএফ-এ সুদ ঢউকল কি না, তা জানতে আপনাকে নজর রাখতে হবে আপনার পাসবুকে। (MINT_PRINT)

EPF পাসবুকের (EPFO ই-স্টেটমেন্ট) মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার বেতন থেকে কত টাকা কেটে পিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে এবং আপনার কোম্পানি কত টাকা আপনার হয়ে জমা করেছে পিএফ অ্যাকাউন্টে। শুধু তাই নয়, আগের কোম্পানি থেকে নতুন কোম্পানিতে EPF অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায়। এই আবহে আগের সংস্থায় কাজ করার সময় অ্যাকাউন্টে কত টাকা জমেছে, তাও এই স্টেটমেন্টের মাধ্যমে জানা যায়। 80C ধারার অধীনে মোট আয় থেকে কতটা ডিডাকশন ক্লেম করা যেতে পারে তাও জানতে সাহায্য করে EPF পাসবুক (EPF ই-স্টেটমেন্ট)। ইপিএফ পাসবুকে পিএফ অ্যাকাউন্ট নম্বর, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিমের সম্পূর্ণ বিবরণ, কোম্পানির নাম এবং আইডি, ইপিএফও অফিসের বিশদ থাকে। (REUTERS)
2/5EPF পাসবুকের (EPFO ই-স্টেটমেন্ট) মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার বেতন থেকে কত টাকা কেটে পিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে এবং আপনার কোম্পানি কত টাকা আপনার হয়ে জমা করেছে পিএফ অ্যাকাউন্টে। শুধু তাই নয়, আগের কোম্পানি থেকে নতুন কোম্পানিতে EPF অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায়। এই আবহে আগের সংস্থায় কাজ করার সময় অ্যাকাউন্টে কত টাকা জমেছে, তাও এই স্টেটমেন্টের মাধ্যমে জানা যায়। 80C ধারার অধীনে মোট আয় থেকে কতটা ডিডাকশন ক্লেম করা যেতে পারে তাও জানতে সাহায্য করে EPF পাসবুক (EPF ই-স্টেটমেন্ট)। ইপিএফ পাসবুকে পিএফ অ্যাকাউন্ট নম্বর, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিমের সম্পূর্ণ বিবরণ, কোম্পানির নাম এবং আইডি, ইপিএফও অফিসের বিশদ থাকে। (REUTERS)
EPFO রেজিস্ট্রেশন: প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ -এ যেতে হবে। এর পর Activate UAN-এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। UAN, Aadhaar, PAN এবং অন্যান্য সম্পূর্ণ বিবরণ সেখানে লিখতে হবে। এরপর 'Get Authorization Pin' এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। এতে ফিল আফ করা সমস্ত তথ্য যাচাই করতে হবে। তারপর মোবাইলে ওটিপি পাঠানো হবে। OTP লিখুন এবং 'Validate OTP & Activate UAN'-এ ক্লিক করুন। UAN সক্রিয় হলে, আপনি পাসওয়ার্ড সহ SMS পাবেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আপনি লগইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
3/5EPFO রেজিস্ট্রেশন: প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ -এ যেতে হবে। এর পর Activate UAN-এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। UAN, Aadhaar, PAN এবং অন্যান্য সম্পূর্ণ বিবরণ সেখানে লিখতে হবে। এরপর ‘Get Authorization Pin’ এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। এতে ফিল আফ করা সমস্ত তথ্য যাচাই করতে হবে। তারপর মোবাইলে ওটিপি পাঠানো হবে। OTP লিখুন এবং ‘Validate OTP & Activate UAN’-এ ক্লিক করুন। UAN সক্রিয় হলে, আপনি পাসওয়ার্ড সহ SMS পাবেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আপনি লগইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
EPF পাসবুক ডাউনলোড করতে, প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইট https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp-এ ক্লিক করুন। তারপরে UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখুন। তারপর লগইন অপশনে ক্লিক করুন। এখন আপনি যদি পাসবুক দেখতে চান, তাহলে আইডি বেছে নিন। এর পরে, আপনি স্ক্রিনে EPF পাসবুক দেখতে পাবেন, যার উপর ক্লিক করে আপনি পাসবুকের PDF কপি ডাউনলোড করতে পারেন।
4/5EPF পাসবুক ডাউনলোড করতে, প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইট https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp-এ ক্লিক করুন। তারপরে UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখুন। তারপর লগইন অপশনে ক্লিক করুন। এখন আপনি যদি পাসবুক দেখতে চান, তাহলে আইডি বেছে নিন। এর পরে, আপনি স্ক্রিনে EPF পাসবুক দেখতে পাবেন, যার উপর ক্লিক করে আপনি পাসবুকের PDF কপি ডাউনলোড করতে পারেন।
তাছাড়া পিএফ ব্যালেন্স জানতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে একটি মিসড কল দিন। এর পরে, EPFO-এর পাঠানো মেসেজের মাধ্যমে PF-এর বিশদ বিবরণ পাওয়া যাবে। এখানে আপনার UAN, PAN এবং Aadhar লিঙ্ক আবশ্যক।
5/5তাছাড়া পিএফ ব্যালেন্স জানতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে একটি মিসড কল দিন। এর পরে, EPFO-এর পাঠানো মেসেজের মাধ্যমে PF-এর বিশদ বিবরণ পাওয়া যাবে। এখানে আপনার UAN, PAN এবং Aadhar লিঙ্ক আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.