Bharat Bandh: আজ ভারত বনধ! কে, কেন ডেকেছে এই ধর্মঘট? বাংলার উপর পড়বে কতটা প্রভাব…

1/4দেশ জুড়ে জাতিশুমারির দাবিতে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক রাজ্য থেকে এ বিষয়ে দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। (ছবি সৌজন্য এএনআই)

জাতিশুমারি বাদেও ধর্মঘটীদের দাবি - এসসি, এসটি এবং ওবিসিকে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে, কৃষকদের এমএসপি নিশ্চিত করতে হবে, ইভিএম-এ নির্বাচন চলবে না এবং সিএএ ও এনআরসি বাস্তবায়ন করা যাবে না। (ছবি সৌজন্য পিটিআই)
2/4জাতিশুমারি বাদেও ধর্মঘটীদের দাবি – এসসি, এসটি এবং ওবিসিকে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে, কৃষকদের এমএসপি নিশ্চিত করতে হবে, ইভিএম-এ নির্বাচন চলবে না এবং সিএএ ও এনআরসি বাস্তবায়ন করা যাবে না। (ছবি সৌজন্য পিটিআই)
BAMCEF সভাপতি বামন মেশরাম বলেছেন, ‘আমাদের ভারত বনধ আন্দোলনকে রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা, ভারত মুক্তি মোর্চা, বহুজন মুক্তি মোর্চা এবং আরও অনেক সংগঠন সমর্থন করেছে।’  (ছবি সৌজন্য এএনআই)
3/4BAMCEF সভাপতি বামন মেশরাম বলেছেন, ‘আমাদের ভারত বনধ আন্দোলনকে রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা, ভারত মুক্তি মোর্চা, বহুজন মুক্তি মোর্চা এবং আরও অনেক সংগঠন সমর্থন করেছে।’  (ছবি সৌজন্য এএনআই)
তবে, সারা দেশে, বিশেষ করে বাংলায় BAMCEF-এর ভিত্তি না থাকায় এই ভারত বনধের প্রভাব বেশি পড়বে না বলে মনে করা হচ্ছে। এ ছাড়া এখনও পর্যন্ত কোনও বড় রাজনৈতিক দল এই বনধ সমর্থনের ঘোষণা করেনি। (ছবি সৌজন্য এএনআই)
4/4তবে, সারা দেশে, বিশেষ করে বাংলায় BAMCEF-এর ভিত্তি না থাকায় এই ভারত বনধের প্রভাব বেশি পড়বে না বলে মনে করা হচ্ছে। এ ছাড়া এখনও পর্যন্ত কোনও বড় রাজনৈতিক দল এই বনধ সমর্থনের ঘোষণা করেনি। (ছবি সৌজন্য এএনআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.