IPL 2022 Qualifier 1: দুই ইনিংস মিলিয়ে ৩৭৯ রান, তাও হারের অজুহাতে ইডেনের পিচকে দোষ দিলেন সঞ্জু স্যামসন

রাজস্থান রয়্যালস পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৫ রান তোলে। শেষমেশ তারা ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।

গুজরাট টাইটানস পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬৪ রান সংগ্রহ করে। শেষমেশ তারা ১৯.৩ ওভারে ৩ উইকেটে ১৯১ রান তুলে ম্যাচ জিতে যায়। 

সুতরাং, দুই ইনিংস মিলিয়ে ম্যাচের ৩৯.৩ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৭৯ রান ওঠে। ওভার প্রতি প্রায় সাড়ে নয় রান ওঠার পরেও ইডেনের পিচ নিয়ে অখুশি শোনাল সঞ্জু স্যামসনকে। উল্লেখযোগ্য বিষয় হল, রাজস্থান দলনায়ক নিজে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন ইডেনে বাইশগজে।

গুজরাট টাইটানসের কাছে প্রথম কোয়ালিফায়ারে হারের পরে স্যামসন বলেন, ‘পিচ একটু চটচটে ছিল। বোলারদের সাহায্য করছিল। পাওয়ার প্লে-তে সুইং করছিল বল। বল থমকে আসছিল এবং বাউন্সও অসমান ছিল। আমার ভাগ্য ভালো যে, পাওয়ার প্লে-তে কিছু রান পেয়ে যাই। নাহলে রান করা মোটেও সহজ ছিল না। তা সত্ত্বেও আমরা ভালো রান তুলতে পেরেছিলাম। তবে দ্বিতীয় ইনিংসে পিচে ব্যাট করা সহজ হয়ে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.