Wild Poliovirus Case: ওয়াইল্ড পোলিও ভাইরাসের দানবীয় দাপট শুরু! ৩০ বছর পর দেখা দেওয়া রোগের উপসর্গ কী?

1/5১৯৯২ সালে দেখা গিয়েছিল ওয়াইল্ড পোলিওভাইরাস রোগ। তারপর ৩০ বছর পর প্রথমবার মোজাম্বিকে দেখা গেল এই রোগ। ৩০ বছর পর জেগে ওঠা এই দানবীয় রোগের প্রথম আক্রান্ত আফ্রিকার এক শিশু। এই রোগের শিকার হওয়া শিশু ইতিমধ্যেই প্যারালাইসিসে আক্রান্ত হতে শুরু করেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মালাওয়াইতে এই শিশুর এমন ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ৩০ বছরে প্রথম।   (Photo by Amos Gumulira / AFP) (AFP)

চিকিৎসকরা বলছেন, 'দ্বিতীয়বার আফ্রিকায় এই ওয়াইল্ড পোলিওভাইরাসের কেস উঠে আসা একটি উদ্বেগের ঘটনা।' এই ভাইরাস কতটা ভয়ঙ্কর ও তাড়াতাড়ি ছড়াতে পারে তা জানান পেতে আর কিছুদিনের অপেক্ষা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আফ্রিকায় ৩০ বছর পর প্রথম এই রোগ ফের দেখা গেল। প্রতীকী ছবি।  (Photo by ERICKY BONIPHACE / AFP) (AFP)
2/5চিকিৎসকরা বলছেন, ‘দ্বিতীয়বার আফ্রিকায় এই ওয়াইল্ড পোলিওভাইরাসের কেস উঠে আসা একটি উদ্বেগের ঘটনা।’ এই ভাইরাস কতটা ভয়ঙ্কর ও তাড়াতাড়ি ছড়াতে পারে তা জানান পেতে আর কিছুদিনের অপেক্ষা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আফ্রিকায় ৩০ বছর পর প্রথম এই রোগ ফের দেখা গেল। প্রতীকী ছবি।  (Photo by ERICKY BONIPHACE / AFP) (AFP)
কীভাবে ছড়াচ্ছে এই পোলিওভাইরাস? মার্কিন ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, মলত্যাগের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। যদি মলত্যাগের পর হাত ভাল করে না ধোয়া হয় বা সেই জায়গাটি ভাল করে ধোয়া না হয়, তাহলে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। মূলত মল থেকে এই রোগ ছড়ায় বলে জানা যাচ্ছে। এছাড়াও জল ও খাবার থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। প্রতীকী ছবি। (Photo by ERICKY BONIPHACE / AFP) (AFP)
3/5কীভাবে ছড়াচ্ছে এই পোলিওভাইরাস? মার্কিন ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, মলত্যাগের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। যদি মলত্যাগের পর হাত ভাল করে না ধোয়া হয় বা সেই জায়গাটি ভাল করে ধোয়া না হয়, তাহলে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। মূলত মল থেকে এই রোগ ছড়ায় বলে জানা যাচ্ছে। এছাড়াও জল ও খাবার থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। প্রতীকী ছবি। (Photo by ERICKY BONIPHACE / AFP) (AFP)
কোন কোন উপসর্গ রোগের? বন্য পোলিওভাইরাসে আক্রান্ত রোগীরা জ্বর, দুর্বলতা, ক্লান্তি অনুভব করতে পারেন। এছাড়াও থাকবে বমিভাব, নাক বন্ধ, মাথার যন্ত্রণা, গলা ব্যথা, কাশি, ঘাড়ে ও কাঁধে ব্যাথা অনুভব হতে পারে। এমনকি হাতে ও পায়েও ব্যথা অনুভব হতে পারে। প্রতীকী ছবি। (Photo by ERICKY BONIPHACE / AFP) (AFP)
4/5কোন কোন উপসর্গ রোগের? বন্য পোলিওভাইরাসে আক্রান্ত রোগীরা জ্বর, দুর্বলতা, ক্লান্তি অনুভব করতে পারেন। এছাড়াও থাকবে বমিভাব, নাক বন্ধ, মাথার যন্ত্রণা, গলা ব্যথা, কাশি, ঘাড়ে ও কাঁধে ব্যাথা অনুভব হতে পারে। এমনকি হাতে ও পায়েও ব্যথা অনুভব হতে পারে। প্রতীকী ছবি। (Photo by ERICKY BONIPHACE / AFP) (AFP)
তবে এই রোগ অনেকটাই ভয়ঙ্কর হতে পারে যদি তা মস্তিষ্কে ছড়িয়ে যায়। সেক্ষেত্রে প্যারালাইসিস হতে পারে। যা এই রোগে ৩০ বছর পর প্রথন আক্রান্ত শিশুর শরীরে হয়েছে। তবে ভ্যাকসিন নিলে এই রোগ সহজেই নিরাময় করা সম্ভব। পলিও ভাইরাস সাধারণত ৩ প্রকারের হয়। তবে এই তিনটি পিরকারের ভাইরাস যে দেশে নেই সেই দেশকে পোলিওহীন দেশ হিসাবে আখ্যা দেয় হু। প্রতীকী ছবি। (Photo by ERICKY BONIPHACE / AFP) (AFP)
5/5তবে এই রোগ অনেকটাই ভয়ঙ্কর হতে পারে যদি তা মস্তিষ্কে ছড়িয়ে যায়। সেক্ষেত্রে প্যারালাইসিস হতে পারে। যা এই রোগে ৩০ বছর পর প্রথন আক্রান্ত শিশুর শরীরে হয়েছে। তবে ভ্যাকসিন নিলে এই রোগ সহজেই নিরাময় করা সম্ভব। পলিও ভাইরাস সাধারণত ৩ প্রকারের হয়। তবে এই তিনটি পিরকারের ভাইরাস যে দেশে নেই সেই দেশকে পোলিওহীন দেশ হিসাবে আখ্যা দেয় হু। প্রতীকী ছবি। (Photo by ERICKY BONIPHACE / AFP) (AFP)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.