IPL 2022: পুজোয় বুর্জ খলিফার সৃষ্টিকারীর জাদুতে সাজছে ইডেন, বৃষ্টি নিয়েই চিন্তা

1/7দু’বছর পর আইপিএল ফিরছে ইডেনে। মঙ্গলবার প্রথম প্লে অফের ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালস। সেজে উঠছে ইডেন।

স্টেডিয়ামের বাইরে চার দলের চারজন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল, সঞ্জু স্যামসন এবং ফাফ ডু'প্লেসির কাট আউট বসেছে। সঙ্গে রঙিন আলো।
2/7স্টেডিয়ামের বাইরে চার দলের চারজন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল, সঞ্জু স্যামসন এবং ফাফ ডু’প্লেসির কাট আউট বসেছে। সঙ্গে রঙিন আলো।
আলোকসজ্জার দায়িত্ব পেয়েছে শ্রীভূমির পুজোয় বুর্জ খালিফা‌র দায়িত্বে যারা ছিল তাঁরা। আইপিএল মানেই বিনোদন। খেলার সঙ্গে উপরি পাওনা। যার টানেই মাঠে ছুটে আসে ক্রিকেটপ্রেমীরা। তাই আইপিএলের আবহের সঙ্গে মানানসই করে সাজিয়ে তোলা হচ্ছে ইডেন।
3/7আলোকসজ্জার দায়িত্ব পেয়েছে শ্রীভূমির পুজোয় বুর্জ খালিফা‌র দায়িত্বে যারা ছিল তাঁরা। আইপিএল মানেই বিনোদন। খেলার সঙ্গে উপরি পাওনা। যার টানেই মাঠে ছুটে আসে ক্রিকেটপ্রেমীরা। তাই আইপিএলের আবহের সঙ্গে মানানসই করে সাজিয়ে তোলা হচ্ছে ইডেন।
কেকেআর নেই। কিন্তু বেগুলি আলোয় ছেয়ে গিয়েছে ক্রিকেটের নন্দনকানন। সে বাইরেই হোক বা স্টেডিয়ামের ভেতরে। কলকাতাকে দুটো হাড্ডাহাড্ডি ম্যাচ উপহার দিতে স্পোর্টিং উইকেটই বানানো হয়েছে। পিচ থেকে সাহায্য পাবে ব্যাটার এবং বোলাররা।
4/7কেকেআর নেই। কিন্তু বেগুলি আলোয় ছেয়ে গিয়েছে ক্রিকেটের নন্দনকানন। সে বাইরেই হোক বা স্টেডিয়ামের ভেতরে। কলকাতাকে দুটো হাড্ডাহাড্ডি ম্যাচ উপহার দিতে স্পোর্টিং উইকেটই বানানো হয়েছে। পিচ থেকে সাহায্য পাবে ব্যাটার এবং বোলাররা।
তবে কর্তাদের একমাত্র চিন্তা বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই উইকেট এবং আউটফিল্ডের পরিচর্যায় কোনও খামতি রাখা হচ্ছে না।
5/7তবে কর্তাদের একমাত্র চিন্তা বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই উইকেট এবং আউটফিল্ডের পরিচর্যায় কোনও খামতি রাখা হচ্ছে না।
বৃষ্টির হাত থেকে মাঠ বাঁচাতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে মাঠ কর্মীরা। তবে একটানা পিচ ঢেকে রাখায় একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকতে পারে। সেক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে পেসাররা।
6/7বৃষ্টির হাত থেকে মাঠ বাঁচাতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে মাঠ কর্মীরা। তবে একটানা পিচ ঢেকে রাখায় একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকতে পারে। সেক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে পেসাররা।
এদিকে টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে অনেকদিন আগেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ইডেনে টিকিট কাটতে এসে হতাশ হচ্ছে সমর্থকরা। কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে না। তবে প্রচুর পরিমাণে টিকিট ব্ল্যাক হচ্ছে। ৮০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়। ১০০০ টাকার টিকিট ৪০০০ টাকায়। বিরাট কোহলিদের ম্যাচে টিকিটের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে সিএবি কর্তারা।
7/7এদিকে টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে অনেকদিন আগেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ইডেনে টিকিট কাটতে এসে হতাশ হচ্ছে সমর্থকরা। কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে না। তবে প্রচুর পরিমাণে টিকিট ব্ল্যাক হচ্ছে। ৮০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়। ১০০০ টাকার টিকিট ৪০০০ টাকায়। বিরাট কোহলিদের ম্যাচে টিকিটের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে সিএবি কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.