IPL Qualifier 1: শামি-বাটলারের লড়াই থেকে মিডল ওভারে চাহাল, কোন বিষয়গুলি ঠিক করবে ম্যাচের ভাগ্য?

1/5গুজরাটের হয়ে এ মরশুমে সর্বাধিক উইকেট নিয়েছেন মহম্মদ শামি। অপরদিকে, জোস বাটলার টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। সম্প্রতি ইতিহাস বলছে বাটলারকে দ্রুত ফেরাতে না পারলে প্রতিপক্ষদের কপালে দুর্ভোগ জোটে। তাই বাটলারকে সেট হওয়ার আগেই আউট করতে গুজরাটের অস্ত্র হতে চলেছেন শামি। এই লড়াই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ লড়াই।

টপ অর্ডারে যেমন শামি বনাম বাটলারের লড়াই গুরুত্বপূর্ণ, তেমনই মিডল অর্ডারে যুজবেন্দ্র চাহাল বনাম হার্দিক পান্ডিয়ার লড়াইটাও হবে দেখার মতো। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক এ মরশুমে একাধিকবার রাজস্থানের হয়ে খেলা বদলে দিয়েছেন। আবার স্পিনের বিরুদ্ধে বরাবরই আগ্রাসী হার্দিক। তাই এই লড়াই কিন্তু নজর কাড়বেই।
2/5টপ অর্ডারে যেমন শামি বনাম বাটলারের লড়াই গুরুত্বপূর্ণ, তেমনই মিডল অর্ডারে যুজবেন্দ্র চাহাল বনাম হার্দিক পান্ডিয়ার লড়াইটাও হবে দেখার মতো। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক এ মরশুমে একাধিকবার রাজস্থানের হয়ে খেলা বদলে দিয়েছেন। আবার স্পিনের বিরুদ্ধে বরাবরই আগ্রাসী হার্দিক। তাই এই লড়াই কিন্তু নজর কাড়বেই।
৩৯-র গড়ে ৩১২ রান করা ঋদ্ধিমান সাহা এই মরশুমে গুজরাটের হয়ে তুখড় ফর্মে রয়েছেন। তিনি ওপেন করার পর থেকে ধারাবাহিকভাবে গুজরাটকে ভাল শুরু দিয়ে আসছেন। রাজস্থানের ক্ষুরধার বোলিং আক্রমণকে ভোঁতা করতে শুরুতেই ঋদ্ধির একটি ভাল ইনিংস কিন্তু গুজরাটকে মোটিভেশন জোগাবে।
3/5৩৯-র গড়ে ৩১২ রান করা ঋদ্ধিমান সাহা এই মরশুমে গুজরাটের হয়ে তুখড় ফর্মে রয়েছেন। তিনি ওপেন করার পর থেকে ধারাবাহিকভাবে গুজরাটকে ভাল শুরু দিয়ে আসছেন। রাজস্থানের ক্ষুরধার বোলিং আক্রমণকে ভোঁতা করতে শুরুতেই ঋদ্ধির একটি ভাল ইনিংস কিন্তু গুজরাটকে মোটিভেশন জোগাবে।
ঠিক চাহাল-হার্দিকের মতো, রশিদ খান-সঞ্জু স্যামসন, শিমরন হেতমায়ারের লড়াইটাও গুরুত্বপূর্ণ। মরশুমের শুরুটা মন্থরভাবে করলেও বল হাতে ছন্দে ফিরেছেন রশিদ। স্যামসন-হেতমায়ের হলেন রাজস্থানের মিডল অর্ডারের স্তম্ভ। দুইজনেই স্পিন খেলেনও বেশ ভাল। তাই এই লড়াইয়ে নজর থাকবেই।
4/5ঠিক চাহাল-হার্দিকের মতো, রশিদ খান-সঞ্জু স্যামসন, শিমরন হেতমায়ারের লড়াইটাও গুরুত্বপূর্ণ। মরশুমের শুরুটা মন্থরভাবে করলেও বল হাতে ছন্দে ফিরেছেন রশিদ। স্যামসন-হেতমায়ের হলেন রাজস্থানের মিডল অর্ডারের স্তম্ভ। দুইজনেই স্পিন খেলেনও বেশ ভাল। তাই এই লড়াইয়ে নজর থাকবেই।
সবার শেষে হলেও, হয়তো বাকি সব লড়াই বা সবকিছুকে ছাপিয়ে যেতে পারে টস। ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস রয়েইছে। তা ছাড়া ইডেন গার্ডেন্সে এই সময় শিশির পড়াটাও স্বাভাবিক। তাই টসে জয় বা পরাজয়, কিন্তু ম্যাচের ভাগ্যে বিশাল প্রভাব ফেলবে।
5/5সবার শেষে হলেও, হয়তো বাকি সব লড়াই বা সবকিছুকে ছাপিয়ে যেতে পারে টস। ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস রয়েইছে। তা ছাড়া ইডেন গার্ডেন্সে এই সময় শিশির পড়াটাও স্বাভাবিক। তাই টসে জয় বা পরাজয়, কিন্তু ম্যাচের ভাগ্যে বিশাল প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.