ছ’টি সংস্থার ব্যাঙ্ক বা ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান স্থাপনের আবেদন খারিজ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-এর কাছে মোট ১১টি সংস্থা ব্যাঙ্ক বা ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান স্থাপনের আবেদন জানিয়েছিল। তাদের মধ্যে ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা সচিন বনশলের নেতৃত্বাধীন চৈতন্য ইন্ডিয়া ফিন ক্রেডিট প্রাইভেট লিমিটেডের আবেদন ছিল। তবে সচিন বনসলের সংস্থার সেই আবেদন খারিজ করে দেয় আরবিআই।
আবেদন খারিজ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ‘নির্ধারিত নিয়ম অনুযায়ী এসব আবেদনপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই সময় দেখা গিয়েছে যে এই ছ’টি আবেদনগুলি ব্যাঙ্ক স্থাপনের জন্য নীতিগত অনুমোদনের জন্য উপযুক্ত নয়।’
ব্যাঙ্কের আবেদন জানিয়েও অনুমোদন না পাওয়া সংস্থাগুলি হল – ইউএউ এক্সচেঞ্জ অ্যান্ড ফাইনানশিয়াল সার্ভিসেস লিমিটেড, রিপেট্রিয়েটস কো-অপারেটিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, চৈতন্য ইন্ডিয়া ফিন ক্রেডিট প্রাইভেট লিমিটেড, পঙ্কজ বৈশ্য, ভিসফ্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড এবং ক্যালিকাট সিটি সার্ভিস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এদিকে ওয়েস্ট এন্ড হাউজিং ফাইন্যান্স লিমিটেড, অখিল কুমার গুপ্ত, রিজিওনাল রুরাল ফাইন্যান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, কসমি ফাইন্যান্সিয়াল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড এবং টেলি সলিউশন প্রাইভেট লিমিটেডও ব্যাঙ্ক বা ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান স্থাপনের আবেদন করেছিল আরবিআই-এর কাছে।