IPL 22: ২ ম্যাচে ১৪০ কিমি গতিতে বল করেই বিশ্বকাপ দলে জায়গা হবে না পান্ডিয়ার: পার্থিব

 গুজরাট টাইটানস দলের হয়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নজর কেড়েছে বিশেষজ্ঞদের। তার নেতৃত্বে প্রথমবার আইপিএলে খেলেই প্লে অফে পৌঁছে গেছে গুজরাট দল। তবে বোলার হার্দিক পান্ডিয়ার সে রকম পারফরম্যান্স নেই বললেই চলে। তার বোলিং ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন উঠছে সেই কারণে। সেই দিকেই কার্যত আঙুল তুলে প্রাক্তন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল মনে করেন দুই ম্যাচে ১৪০ কিঃমিঃ/ ঘণ্টা গতিবেগে বল করেই আসন্ন টি-২০ বিশ্বকাপে জায়গা হবে না ভারতীয় দলে।

পার্থিবের মতে হার্দিককে আরও কয়েকটি রঞ্জি ম্যাচ খেলতে হবে। তারপরেই তার পারফরম্যান্সের ভিত্তিতে তাকে জায়গা দেওয়া যেতে পারে টি-২০ বিশ্বকাপ দলে। উল্লেখ্য বছর শেষে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে পার্থিব জানিয়েছেন ‘আপনাকে সম্পূর্ণ ফিট একজনকে দলে নির্বাচন করতে হবে। দুটো ম্যাচে ১৪০ কিঃমিঃ/ ঘণ্টা বেগে বল করেই কাউকে দলে নির্বাচন আপনি করতে পারেন না। আপনি বিশ্বকাপে পৌঁছলেন, সে আবার চোটগ্রস্ত হল তখন আপনি কী করবেন? আপনাকে আগে কয়েকটা ৪ দিনের ম্যাচ খেলতে হবে, তবেই আপনার ফিটনেসটা বোঝা যাবে।’

পার্থিব আরও যোগ করেন ‘১৪০ কিঃমিঃ গতিবেগে যখন একজন বোলার টুর্নামেন্টের শুরুতে বোলিং শুরু করে এবং টুর্নামেন্টের মাঝে বিভিন্ন সময়ে বল করে এবং তারপর সে চোট পেয়ে ফের বল করাটাই বন্ধ করে দেয় তাহলে সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয় হবে। আমরা যদি হার্দিকের নিজের কথাই ধরি তাহলে বলব, ও তো নিজেই বলেছে ও এখনও সিলেকশনের জন্য প্রস্তুত নয়। ওকে তখনই নির্বাচন করা উচিত যখন ও সম্পূর্ণ ফিট থাকবে এবং দলকে অলরাউন্ডার হিসেবে ও সহায়তা করতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.