কেএলও জঙ্গিদের দফায় দফায় জেরায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। এবার, জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও, আর পিছিয়ে নেই জঙ্গিরা। প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার কত হচ্ছে অনলাইন মাধ্যম, জেরে এমনই দাবি করা হল ধৃতদের তরফে। যা শুনে রীতিমতোহয়ে গেলেন গোয়েন্দারা।
সম্প্রতি রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স শিলিগুড়ি ও কোচবিহার সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছিল। এই তিনজন কেএলও জঙ্গিদের সঙ্গে জঙ্গিমূলক কার্যকলাপে জড়িত রয়েছে, এই অভিযোগেই গ্রেফতার করে। এদিকে, তাদেরকে গ্রেফতার করার পর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করল চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর অনুযায়ী, কেএলও জঙ্গিরা অনলাইন মাধ্যমে এবার প্রশিক্ষণকার্য চালাচ্ছে। আর এর জন্য তারা মায়ানমারের জঙ্গলে বিশেষ সেলও তৈরি করেছে। এছাড়াও, তারা সংগঠন বৃদ্ধির লক্ষ্যে অসমের কোকড়াঝাড়কেও কেন্দ্র বানাতে চলেছে বলে জানা গেছে। আবার, সম্প্রতি কেএলও প্রধান জীবন সিংহ-এর তরফে প্রকাশ্যে আসা একটি কেএলও-এর সক্রিয়তা সম্পর্কে আরওই জানান দিয়ে দিল।