সিনিয়র সিটিজেনদের টিকিট ছাড় বন্ধ, ১,৫০০ কোটি টাকা লাভ রেলের

1/5প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় বন্ধ। আর তার ফলেই এখনও পর্যন্ত ১,৫০০ কোটি টাকা লাভ করেছে ভারতীয় রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)

করোনা পরিস্থিতিতে রেল সিনিয়র সিটিজেনদের টিকিটে ছাড় বন্ধ করে। ২০২০ সালের মার্চ থেকে স্থগিত করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Southern Railway) (Facebook)
2/5করোনা পরিস্থিতিতে রেল সিনিয়র সিটিজেনদের টিকিটে ছাড় বন্ধ করে। ২০২০ সালের মার্চ থেকে স্থগিত করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Southern Railway) (Facebook)
মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌরের আরটিআই-এর উত্তরে এই তথ্য দিয়েছে রেল। ছবি সৌজন্য : পিটিআই (PTI)
3/5মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌরের আরটিআই-এর উত্তরে এই তথ্য দিয়েছে রেল। ছবি সৌজন্য : পিটিআই (PTI)
২০ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২-এর মধ্যে ৭.৩১ কোটি প্রবীণ নাগরিককে ছাড় দিয়েছে রেল। ফাইল ছবি : এএনআই (L. Anantha Krishnan/ANI)
4/5২০ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২-এর মধ্যে ৭.৩১ কোটি প্রবীণ নাগরিককে ছাড় দিয়েছে রেল। ফাইল ছবি : এএনআই (L. Anantha Krishnan/ANI)
মহিলা প্রবীণ নাগরিক ভ্রমণকারীরা ৫০% ছাড় পেতেন। পুরুষ এবং ট্রান্সজেন্ডাররা ৪০% ছাড় পেতেন। মহিলাদের ক্ষেত্রে ছাড়ের সর্বনিম্ন বয়সসীমা ৫৮ বছর। পুরুষদের ক্ষেত্রে সেটা ৬০ বছর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল) (Insian Rail)
5/5মহিলা প্রবীণ নাগরিক ভ্রমণকারীরা ৫০% ছাড় পেতেন। পুরুষ এবং ট্রান্সজেন্ডাররা ৪০% ছাড় পেতেন। মহিলাদের ক্ষেত্রে ছাড়ের সর্বনিম্ন বয়সসীমা ৫৮ বছর। পুরুষদের ক্ষেত্রে সেটা ৬০ বছর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল) (Insian Rail)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.