1/8হোলসিম গ্রুপের ভারতীয় ব্যবসার অধিগ্রহণের বিড জিতে গিয়েছে আদানি গ্রুপ (Adani Group)। তার ফলে অম্বুজা সিমেন্টস এবং এসসি সিমেন্টসের ব্যবসা চলে এসেছে গৌতম আদানির হাতে। তার ফলে ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদক হয়ে গেল আদানি গ্রুপ। সেই অধিগ্রহণের পরে শেয়ার বাজারে আদানি গ্রুপের শেয়ারের উত্থান হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
