IPL Playoff Chances: KKR-RCB সমর্থকদের গলায় ‘মুম্বই, মুম্বই…’ ধ্বনি, প্লে অফের অঙ্কে বাজিগর রোহিতরাই

1/5আগামী শনিবার অনুষ্ঠিত হতে চলা মুম্বই বনাম দিল্লি ম্যাচে যদি দিল্লি জিতে যায়, তাহলে আরসিবি, পঞ্জাব, কেকেআর, হায়দরাবাদ টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এই চারটি দলই চাইবে টুর্নামেন্টে টিকে থাকতে যাতে দিল্লি ক্যাপিটালসকে হারাক মুম্বই। (ANI)

পঞ্জাবকে হারিয়ে ১৪ পয়েন্ট পৌঁছে যাওয়া দিল্লি তাদের শেষ ম্যাচে মুম্বইকে হারালে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে আর অঙ্কের নিরিখে কেকেআর, আরসিবি, হায়দরাবাদ বা পঞ্জাবের প্লে অফে যআওয়ার কোনও সম্ভাবনাই থাকবে না। কারণ সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে দিল্লি নিজেরাই কোয়ালিফাই করে যাবে। (PTI)
2/5পঞ্জাবকে হারিয়ে ১৪ পয়েন্ট পৌঁছে যাওয়া দিল্লি তাদের শেষ ম্যাচে মুম্বইকে হারালে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে আর অঙ্কের নিরিখে কেকেআর, আরসিবি, হায়দরাবাদ বা পঞ্জাবের প্লে অফে যআওয়ার কোনও সম্ভাবনাই থাকবে না। কারণ সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে দিল্লি নিজেরাই কোয়ালিফাই করে যাবে। (PTI)
এদিকে নিজেদের শেষ ম্যাচে কেকেআরের যদি লখনউকে হারায় এবং অপরদিকে আরসিবি ও দিল্লি তাদের শেষ ম্যাচে হারে, তবে নেট রান-রেটের নিরিখে প্লে-অফে যাওয়ার সুযোগ থাকবে শ্রেয়সদের। (ছবি সৌজন্যে আইপিএল)
3/5এদিকে নিজেদের শেষ ম্যাচে কেকেআরের যদি লখনউকে হারায় এবং অপরদিকে আরসিবি ও দিল্লি তাদের শেষ ম্যাচে হারে, তবে নেট রান-রেটের নিরিখে প্লে-অফে যাওয়ার সুযোগ থাকবে শ্রেয়সদের। (ছবি সৌজন্যে আইপিএল)
শ্রেয়স আইয়ারকেকেআরকে নিজেদের শেষ ম্যাচে লখনউকে বড় ব্যবধানে হারাতে হবে। তাহলে কলকাতার পয়েন্ট দাঁড়াবে ১৪। এদিকে আরসিবি তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হারলে তাদেরও পয়েন্ট হবে ১৪। দিল্লিকে তাদের শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হারলে তারাও ১৪ পয়েন্টে থাকবে। পঞ্জাব তাদের শেষ ম্যাচে সানরাইজার্সকে হারালেও তাদের জয়ের ব্যবধান কম থাকলে তা কলকাতার জন্য লাভের। ছবি: পিটিআই
4/5শ্রেয়স আইয়ারকেকেআরকে নিজেদের শেষ ম্যাচে লখনউকে বড় ব্যবধানে হারাতে হবে। তাহলে কলকাতার পয়েন্ট দাঁড়াবে ১৪। এদিকে আরসিবি তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হারলে তাদেরও পয়েন্ট হবে ১৪। দিল্লিকে তাদের শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হারলে তারাও ১৪ পয়েন্টে থাকবে। পঞ্জাব তাদের শেষ ম্যাচে সানরাইজার্সকে হারালেও তাদের জয়ের ব্যবধান কম থাকলে তা কলকাতার জন্য লাভের। ছবি: পিটিআই
এদিকে আরসিবি যদি তাদের শেষ ম্যাচে গুজরাটকে হারায়, এদিকে দিল্লও মুম্বইকে হারায়, তাহলে খুব সম্ভবত রান রেটের নিরিখে দিল্লি শেষ চারে পৌঁছে যাবে। কারণ নিজেদের শেষ ম্যাচে জিতলে আরসিবি ও দিল্লির, উভয়েরই পয়েন্ট হবে ১৬। তবে দিল্লির এখন নেট রানরেট ০.২৫৫। অপরদিকে আরসিবির নেট রান রেট নেগেটিভে: -০.৩২৩। ছবি: পিটিআই
5/5এদিকে আরসিবি যদি তাদের শেষ ম্যাচে গুজরাটকে হারায়, এদিকে দিল্লও মুম্বইকে হারায়, তাহলে খুব সম্ভবত রান রেটের নিরিখে দিল্লি শেষ চারে পৌঁছে যাবে। কারণ নিজেদের শেষ ম্যাচে জিতলে আরসিবি ও দিল্লির, উভয়েরই পয়েন্ট হবে ১৬। তবে দিল্লির এখন নেট রানরেট ০.২৫৫। অপরদিকে আরসিবির নেট রান রেট নেগেটিভে: -০.৩২৩। ছবি: পিটিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.