Thomas Cup 2022 Final India vs Indonesia: দশ মাস আগে প্রথমবার অলিম্পিক্সের ট্র্যাকে বেজেছিল ‘জন গণ মন’। এবার ভারতীয় জাতীয় সংগীতের সাক্ষী থাকল থমাস কাপ। ছলছলে চোখে তেরঙাকে স্যালুট করে গলা মেলালেন ভারতীয় খেলোয়াড়রা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে প্রথমবার থমাস কাপ জিতেছে ভারত। তৃতীয় ম্যাচের দ্বিতীয় গেমের কিদাম্বি শ্রীকান্তের শটের রিটার্ন না আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় শাটলাররা। কোর্টেই চলে আসেন পুরো ভারতীয় দল। নিজেরা যে ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাসের স্বাদ চেটেপুটে নিতে থাকেন। কয়েকজনকে নাচতেও দেখা যায়। গ্যালারিতে তো ঢোল বেজেই যাচ্ছিল।
তারইমধ্যে পোডিয়ামে ভারতীয় দলের হাতে পদক, স্মারক এবং থমাস কাপ তুলে দেওয়া হয়। কিছুক্ষণ পর আসে সেই বিশেষ মুহূর্ত। শুরু হয় ‘জন গণ মন’। সেইসময় ভারতীয় খেলোয়াড়রা তেরঙাকে স্যালুট করেন। জাতীয় সংগীতে গলা মেলান। ‘আন্ডারডগ’ শ্রীকান্ত, লক্ষ্য সেনদের চোখও ছলছল করছিল। সেই চোখের জল অবশ্য গর্বের ছিল। অধ্যাবসায়, স্বপ্নপূরণের জল ছিল। যে দৃশ্য দেখে বোঝা যাচ্ছিল, এই দিনটার জন্য কত পরিশ্রম করেছেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটিরা।
Thomas Cup 2022 Final India vs Indonesia: পাঁচটি ম্যাচ ছিল। ঐতিহাসিক সোনা জয়ের জন্য তিনটি ম্যাচই যথেষ্ট ছিল ভারতের কাছে। ১৪ বারের ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে ইতিহাসে প্রথমবার থমাস কাপ জিতল ভারত। শুরুটা করেছিলেন লক্ষ্য সেন। এবারের টুর্নামেন্টে তেমন ছন্দে না থাকলেও ঐতিহাসিক মুহূর্তে নিজের সেরাটা উজাড় করে দেন। দুর্দান্ত প্রত্যাবর্তনে ভারতকে ফাইনালে এগিয়ে দেন। তারপর অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি। দ্বিতীয় গেমে ম্যাচ পয়েন্টে পিছিয়ে ছিলেন তাঁরা। সেখান থেকে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। বাকি কাজটা সেরে নেন অভিজ্ঞ কিদাম্বি শ্রীকান্ত। স্ট্রেট গেমে জিতে ভারতকে ঐতিহাসিক সোনা জেতান।