Thomas Cup: ৭৩ বছরের ইতিহাসে খেতাব জিতেছিল ৫টি দল, ষষ্ঠ দল হিসাবে টুর্নামেন্ট জিতল ভারত

ব্যাঙ্ককে ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় শাটলাররা। নিজেদের ইতিহাসে প্রথমবার থমাস কাপের ফাইনালে উঠেই জিতে নিলেন খেতাব। ফাইনালে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ও কিদাম্বি শ্রীকান্ত পরপর তিনটি ম্যাচ জেতায় ভারত থেতাব নিজেদের নামে করে।

এই আর আগে মাত্র পাঁচটি দেশ এই থমাস কাপের খেতাব নিজেদের নামে করেছিল। তবে ভারত প্রথমবার ফাইনালে উঠেই জিতে নিল ঐতিহাসিক খেতাব। তাও আবার ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। এর আগে ১৪ বার থমাস কাপ জিতেছে ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের সফলতম দল এটিই।চিন এবং মালেশিয়া যথাক্রমে ১০টি ও ছয়টি করে খেতাব জিতেছে। একটি করে থমাস কাপ রয়েছে জাপান, ডেনমার্কের দখলে। এবার সেই তালিকায় নাম লেখাল শ্রীকান্ত, প্রণয়দের ভারত। ষষ্ঠ দল হিসাবে জিতল এই টুর্নামেন্ট জেতে ভারতীয় দল। 

মালেশিয়ার অলিম্পিক্স ব্রোঞ্জজয়ী অ্যান্টনি জিন্টিংয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৮-২১, ২১-১৭ ও ২১-১৬ স্কোরলাইনে ম্যাচ জেতেন লক্ষ্য সেন। এরপর ডাবলস ম্যাচে সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি জুটিও নিজেদের ম্যাচে মহম্মদ আহসান এবং কেভিন সুকামূলজোর কাছে ১৮-২১ ফলে প্রথম গেম হারেন। তবে ফের একবার প্রত্যাবর্তন। চারটি গেম পয়েন্ট বাঁচিয়ে ২৩-২১ স্কোরে দ্বিতীয় ও ২১-১৯ স্কোরে তৃতীয় গেম জিতে নিয়ে ম্যাচ জেতেন সাত্যিক-চিরাগ। প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত জোনাথন ক্রিস্টিকে হারালেই খেতাব ভারতের হয়ে যেত। ঠিক সেই কাজটিই করেন শ্রীকান্ত। ২১-১৫, ২২-২১ স্কোরে, স্ট্রেট গেমে ম্যাচ জিতে ভারতের হয়ে খেতাব সুনিশ্চিত করেন তারকা শাটলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.