৩৭০ ধারা লোপ করার পরে কাশ্মীর যখন ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে, ঠিক তখনই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। শনিবার গোলার আঘাতে মারা গিয়েছেন ল্যান্স নায়েক সন্দীপ থাপা। সেনাবাহিনী সূত্রে এই খবর জানানো হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, শনিবার পাকিস্তান রাজৌরি জেলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশে অবস্থিত ফরওয়ার্ড পোস্ট ও গ্রামগুলিকে লক্ষ্য করে গোলাগুলি চালাতে থাকে। মর্টার ও হালকা অস্ত্রশস্ত্র থেকে গুলি ছোঁড়া হয়। ভোর সাড়ে ছ’টার সময় গোলাবর্ষণ হয় নৌশেরা সেক্টরে। ভারতীয় সেনাও পালটা জবাব দেয়। গত মাসে জম্মুর পুঞ্চ ও রাজৌরি জেলায় পাকিস্তান গোলাবর্ষণ করে। দুই জওয়ান ও একটি ১০ মাসের শিশু মারা যায়।