IPL 2022: বেঙ্কটেশের ফর্মে ফেরা নাকি রোহিতের আউট, দেখে নিন KKR এর ম্যাচ জয়ের ছয়টি কারণ

1/6সোমবার কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ জয়ের সব থেকে বড় কারণ হল রোহিত শর্মাকে মাত্র ২ রানে সাজঘরে ফিরিয়ে দেওয়া। MI যখন KKR এর ১৬৫ রান তাড়া করতে নেমেছিল, তখন প্রথমে টিম সাউদির বলে আউট হয়ে যান রোহিত। এটাই ছিল ম্যাচের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। যদি রোহিত খেলত, তাহলে ম্যাচের ফল অন্য হতেই পারত। (ছবি:পিটিআই) (PTI)

এদিন ব্যাট হাতে তেমন  কিছু করতে না পারলেও, বল হাতে ম্যাজিক দেখিয়েছিলেন আন্দ্রে রাসেল।  ২.৩ ওভার বল করে ২২ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট নিয়েছিলেন। তার মধ্যে ছিল ফর্মে থাকা তিলক বর্মার উইকেট। তিলককে আউট করতেই ম্যাচের ছবি বদলে যায়। ম্যাচ কেকেআর-এর পক্ষে চলে আসতে থাকে। (ছবি:পিটিআই) (PTI)
2/6এদিন ব্যাট হাতে তেমন  কিছু করতে না পারলেও, বল হাতে ম্যাজিক দেখিয়েছিলেন আন্দ্রে রাসেল।  ২.৩ ওভার বল করে ২২ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট নিয়েছিলেন। তার মধ্যে ছিল ফর্মে থাকা তিলক বর্মার উইকেট। তিলককে আউট করতেই ম্যাচের ছবি বদলে যায়। ম্যাচ কেকেআর-এর পক্ষে চলে আসতে থাকে। (ছবি:পিটিআই) (PTI)
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জয়ের আরও একটি কারণ হল বেঙ্কটেশ আইয়ারের ফর্মে ফেরা। বহুদিন পরে ওপেন করতে এসে ২৪ বলে ৪৩ রানের ইনিংস, দলের অনেক কিছুই বদলে দিয়েছিল। ম্যাচ জয়ের জন্য কলকাতার যেই শুরুটা দরকার ছিল, সেটা দিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। (ছবি:পিটিআই) (PTI)
3/6মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জয়ের আরও একটি কারণ হল বেঙ্কটেশ আইয়ারের ফর্মে ফেরা। বহুদিন পরে ওপেন করতে এসে ২৪ বলে ৪৩ রানের ইনিংস, দলের অনেক কিছুই বদলে দিয়েছিল। ম্যাচ জয়ের জন্য কলকাতার যেই শুরুটা দরকার ছিল, সেটা দিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। (ছবি:পিটিআই) (PTI)
এদিন ব্যাট হাতে ওপেনিং জুটিতে খেলতে এসেছিলেন অজিঙ্কা রাহানে। ব্যাট হাতে ২৪ বলে করলেন ২৫ রান। কিন্তু রাহানের এই রান কলকাতাকে অনেকটা ভরসা দিয়েছিল। কারণ যেই ম্যাচে কেকেআর হেরেছিল সেই ম্যাচে ওপেনিং জুটি ভাল করতে পারেনি। ফলে বলা যেতে পারে রাহানেকে দলে আনা ও রাহানের রান করা কলকাতার জয়ের জন্য বড় কারণ। (ছবি:পিটিআই) (PTI)
4/6এদিন ব্যাট হাতে ওপেনিং জুটিতে খেলতে এসেছিলেন অজিঙ্কা রাহানে। ব্যাট হাতে ২৪ বলে করলেন ২৫ রান। কিন্তু রাহানের এই রান কলকাতাকে অনেকটা ভরসা দিয়েছিল। কারণ যেই ম্যাচে কেকেআর হেরেছিল সেই ম্যাচে ওপেনিং জুটি ভাল করতে পারেনি। ফলে বলা যেতে পারে রাহানেকে দলে আনা ও রাহানের রান করা কলকাতার জয়ের জন্য বড় কারণ। (ছবি:পিটিআই) (PTI)
কলকাতার জয়ের পিছনের আরও একটি বড় করাণ হল নীতিশ রানার ২৬ বলে ৪৩ রানের ইনিংস। নীতিশ রানার ব্যাট যতক্ষণ কথা বলেছিল ততক্ষণ কলকাতার স্কোর বোর্ড চলেছিল। কলকাতার ১৬৫ রানের পিছনে ছিল রানার ব্যাটিং দক্ষতা। (ছবি:পিটিআই) (PTI)
5/6কলকাতার জয়ের পিছনের আরও একটি বড় করাণ হল নীতিশ রানার ২৬ বলে ৪৩ রানের ইনিংস। নীতিশ রানার ব্যাট যতক্ষণ কথা বলেছিল ততক্ষণ কলকাতার স্কোর বোর্ড চলেছিল। কলকাতার ১৬৫ রানের পিছনে ছিল রানার ব্যাটিং দক্ষতা। (ছবি:পিটিআই) (PTI)
কলকাতা নাইট রাইডার্সের জয়ের পিছনের অন্যতম বড় কারণটি হল KKRএর এদিনের বোলিং আক্রমণ। এদিন প্যাট কামিন্স, টিম সাউদি, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীরা সকলেই দারুণ বল করেছিলেন। এর সঙ্গে দলের ফিল্ডিংও হয়েছে উন্নতমানের। দুটি রান আউট ছিল তারই প্রমাণ। কায়রন পোলার্ডের রান আউটটিও কলকাতার ম্যাচ জয়ের অন্যতম কারণ। এটি ম্যাচের রঙ বদলে দিয়েছিল। (ছবি:পিটিআই) (PTI)
6/6কলকাতা নাইট রাইডার্সের জয়ের পিছনের অন্যতম বড় কারণটি হল KKRএর এদিনের বোলিং আক্রমণ। এদিন প্যাট কামিন্স, টিম সাউদি, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীরা সকলেই দারুণ বল করেছিলেন। এর সঙ্গে দলের ফিল্ডিংও হয়েছে উন্নতমানের। দুটি রান আউট ছিল তারই প্রমাণ। কায়রন পোলার্ডের রান আউটটিও কলকাতার ম্যাচ জয়ের অন্যতম কারণ। এটি ম্যাচের রঙ বদলে দিয়েছিল। (ছবি:পিটিআই) (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.