যুদ্ধ জারি রয়েছে রাশিয়া-ইউক্রেনের। ইউক্রেনকে রক্ষা করতে ইউক্রেনবাসী সেনার পোশাক পড়ে যুদ্ধ করতে নেমে পড়েছে। এমন পরিস্থিতিতে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হল একটি বিশেষ ছবি। সেই ছবিতে দেখা গিয়েছে, ইউক্রেনের অধ্যাপক সেনা পোশাক পরেই যুদ্ধক্ষেত্রের মধ্যে থেকে পড়ুয়াদের ক্লাস নিয়ে চলেছেন। তার চারপাশে রয়েছে, বালির বস্তা দিয়ে তৈরি করা পাঁচিল। কাঁধে ঝুলছে রাইফেল। আর এক হাতে রয়েছে মোবাইল ফোন, অন্য হাতে খাতা আর পেন।
শুক্রবার, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ৭২ তম দিন হয়েছে। সেইদিনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইউক্রেনের এক অধ্যাপকের ছবি। যেখানে দেখা যায়, অধ্যাপক সেনা পোশাক পরে অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। সূত্র মারফত জানা গিয়েছে, অধ্যাপকের নাম ফেদির শ্যান্ডর। তিনি ইউক্রেনের উজহোরড ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতেন। ইউক্রেনে যুদ্ধ শুরু হবার পর তিনিও সেনাদলে নাম লিখিয়েছিলেন।
অধ্যাপক জানিয়েছেন, ‘বিগত ৭০ দিন ধরে আমি একটানা যুদ্ধ করে চলেছি। কিন্তু ছেলে-মেয়েদের পড়ানোর মতো কাজকে আমি কোনভাবেই বাদ দিতে পারব না। ওটা আমার কাছে সব থেকে পবিত্র কাজ।’