ব্যবসা বন্ধের পর মাত্র ১২,০০০ টাকায় ভারতে বেড়ালেন যুবক! কীভাবে?

1/11মহামারীরতে বন্ধ ব্যবসা। কিন্তু আশা হারাননি বেঙ্গালুরুর বিশাল বিশ্বনাথন। পকেটে সামান্য কিছু টাকা নিয়েই বেরিয়ে পড়েন ভারত ভ্রমণে। তাঁর সেই কাহিনী এখন অনুপ্রেরণা দিচ্ছে দেশের ভ্রমণপিপাসুদের। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)

বেঙ্গালুরুর একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের মালিক বিশাল বিশ্বনাথ। লকডাউন বিধিনিষেধের কারণে তাঁর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিস। কিন্তু সেই সময়েও আশা হারাননি। বরংব্যাগ গুছিয়ে দেশ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
2/11বেঙ্গালুরুর একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের মালিক বিশাল বিশ্বনাথ। লকডাউন বিধিনিষেধের কারণে তাঁর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিস। কিন্তু সেই সময়েও আশা হারাননি। বরংব্যাগ গুছিয়ে দেশ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
বাকিটা ইতিহাস। ২৮টি রাজ্য জুড়ে তাঁর ২৭৮ দিনের দীর্ঘ যাত্রা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিশালের কথায়, 'এই জীবনটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার।' তিনি যোগ করেন, 'গত ৯ মাস ধরে তাঁবু বা যেখানেই পেয়েছি সেখানে ঘুমিয়েছি। বেশিরভাগ সময় ফল খেয়ে কাটিয়েছি। পাবলিক ট্রান্সপোর্ট বা হিচহাইকিংয়ের মাধ্যমে ভ্রমণ করেছি। প্রতিটি দিন এবং মুহূর্ত আমার জন্য এক নতুন অধ্যায়ের মতো ছিল।'ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
3/11বাকিটা ইতিহাস। ২৮টি রাজ্য জুড়ে তাঁর ২৭৮ দিনের দীর্ঘ যাত্রা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিশালের কথায়, ‘এই জীবনটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার।’ তিনি যোগ করেন, ‘গত ৯ মাস ধরে তাঁবু বা যেখানেই পেয়েছি সেখানে ঘুমিয়েছি। বেশিরভাগ সময় ফল খেয়ে কাটিয়েছি। পাবলিক ট্রান্সপোর্ট বা হিচহাইকিংয়ের মাধ্যমে ভ্রমণ করেছি। প্রতিটি দিন এবং মুহূর্ত আমার জন্য এক নতুন অধ্যায়ের মতো ছিল।’ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
বিশালের প্রথম গন্তব্য ছিল গুয়াহাটি, তারপরে তিনি অরুণাচল প্রদেশে যান। উত্তর-পূর্বাঞ্চলে কিছুদিন কাটিয়ে তিনি কলকাতার দিকে রওনা হন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
4/11বিশালের প্রথম গন্তব্য ছিল গুয়াহাটি, তারপরে তিনি অরুণাচল প্রদেশে যান। উত্তর-পূর্বাঞ্চলে কিছুদিন কাটিয়ে তিনি কলকাতার দিকে রওনা হন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
বিশাল এর আগে দক্ষিণ ভারত জুড়ে ক্যাম্পিং করেছেন। কিন্তু ব্যবসার ব্যস্ততায় বেশি ছুটি পেতেন না। মহামারীর সময়ে ব্যবসা বন্ধ। বাড়িতে বসে না থেকে তাই দেশের বিভিন্ন সংস্কৃতি এবং অভিজ্ঞতা অন্বেষণে বেরিয়ে পড়েন তিনি। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
5/11বিশাল এর আগে দক্ষিণ ভারত জুড়ে ক্যাম্পিং করেছেন। কিন্তু ব্যবসার ব্যস্ততায় বেশি ছুটি পেতেন না। মহামারীর সময়ে ব্যবসা বন্ধ। বাড়িতে বসে না থেকে তাই দেশের বিভিন্ন সংস্কৃতি এবং অভিজ্ঞতা অন্বেষণে বেরিয়ে পড়েন তিনি। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
বিশালের প্রথম গন্তব্য ছিল গুয়াহাটি, তারপরে তিনি অরুণাচল প্রদেশে যান। উত্তর-পূর্বাঞ্চলে কিছুদিন কাটিয়ে তিনি কলকাতার দিকে রওনা হন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
6/11বিশালের প্রথম গন্তব্য ছিল গুয়াহাটি, তারপরে তিনি অরুণাচল প্রদেশে যান। উত্তর-পূর্বাঞ্চলে কিছুদিন কাটিয়ে তিনি কলকাতার দিকে রওনা হন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
বিশাল এরপর বাস ধরে ঝাড়খণ্ডের ধানবাদ এবং তারপর বিহারের বুদ্ধগয়ায় পৌঁছন। অগস্টে উত্তরপ্রদেশে পৌঁছন। তারপরে লখনউ এবং আগ্রাতে যান। এরপর দিল্লি গিয়ে করোনা টিকা নেন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
7/11বিশাল এরপর বাস ধরে ঝাড়খণ্ডের ধানবাদ এবং তারপর বিহারের বুদ্ধগয়ায় পৌঁছন। অগস্টে উত্তরপ্রদেশে পৌঁছন। তারপরে লখনউ এবং আগ্রাতে যান। এরপর দিল্লি গিয়ে করোনা টিকা নেন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
বিশাল মাত্র ১২ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন। তাই যাতায়াতের জন্য রুটের মালবাহি গাড়িতে চড়ে যেতেন। এভাবেই নৈনিতাল, ঋষিকেশ এবং বদ্রীনাথ ভ্রমণ করেছেন। তারপরে সিমলায় পা রাখেন। তিনি জানান, কিছু কিছু স্থানে তাঁর কাহিনী শুনে তাঁকে জলখাবারও খাইয়েছেন কেউ কেউ। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
8/11বিশাল মাত্র ১২ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন। তাই যাতায়াতের জন্য রুটের মালবাহি গাড়িতে চড়ে যেতেন। এভাবেই নৈনিতাল, ঋষিকেশ এবং বদ্রীনাথ ভ্রমণ করেছেন। তারপরে সিমলায় পা রাখেন। তিনি জানান, কিছু কিছু স্থানে তাঁর কাহিনী শুনে তাঁকে জলখাবারও খাইয়েছেন কেউ কেউ। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
সেখান থেকে উত্তরে লাদাখ এবং কাশ্মীরের যান। অক্টোবরের মাঝামাঝি সময়ে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে কার্গিলে কাটিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
9/11সেখান থেকে উত্তরে লাদাখ এবং কাশ্মীরের যান। অক্টোবরের মাঝামাঝি সময়ে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে কার্গিলে কাটিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram/nomadic_visal)
তারপরে তিনি পশ্চিমে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাটের দিকে যান। তারপর ছত্তিশগড় থেকে ওড়িশায় যান। এরপর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও গোয়া হয়ে কর্ণাটকে আসেন। এরপর কেরলে যান। ছবি: ইনস্টাগ্রাম (HT_PRINT)
10/11তারপরে তিনি পশ্চিমে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাটের দিকে যান। তারপর ছত্তিশগড় থেকে ওড়িশায় যান। এরপর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও গোয়া হয়ে কর্ণাটকে আসেন। এরপর কেরলে যান। ছবি: ইনস্টাগ্রাম (HT_PRINT)
বিশাল বলেন, যে কেউ চাইলেই ভ্রমণ করতে পারেন। কিন্তু খরচ কেমন হবে, সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাকে সবসময় জিজ্ঞাসা করা হয়, আপনি টাকা থাকা সত্ত্বেও কেন এভাবে কষ্ট করে ভ্রমণ করেন? এর থেকে আপনি কী পাবেন? তাদেরকে একটাই কথা বলি, এটা আমার কাছে একটা জীবনযাপনের মতো। এই অভিজ্ঞতাগুলোই আমার কাছে মহামূল্যবান। সারাজীবনের মতো এই স্মৃতিগুলো আমার মনে থেকে যাবে। সেই আকর্ষণ থেকেই এভাবে ভ্রমণ। ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
11/11বিশাল বলেন, যে কেউ চাইলেই ভ্রমণ করতে পারেন। কিন্তু খরচ কেমন হবে, সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাকে সবসময় জিজ্ঞাসা করা হয়, আপনি টাকা থাকা সত্ত্বেও কেন এভাবে কষ্ট করে ভ্রমণ করেন? এর থেকে আপনি কী পাবেন? তাদেরকে একটাই কথা বলি, এটা আমার কাছে একটা জীবনযাপনের মতো। এই অভিজ্ঞতাগুলোই আমার কাছে মহামূল্যবান। সারাজীবনের মতো এই স্মৃতিগুলো আমার মনে থেকে যাবে। সেই আকর্ষণ থেকেই এভাবে ভ্রমণ। ছবি: ইনস্টাগ্রাম (Instagram)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.