মুসলিম মেয়েকে বিয়ে করেছিলেন। সেই ‘অপরাধে’ হিন্দু যুবককে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করল মেয়ের পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। ইতিমধ্যে সৈয়দ মোবিন আহমেদ ও মহম্মদ মাসুদ আহমেদ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, খুন হওয়া হিন্দু যুবকের নাম বিলাপ্রম নাগারাজু। সে মেরিয়াদপল্লী এলাকার বাসিন্দা। সেকেন্দ্রাবাদের একটি গাড়ির শোরুমে কাজ করতেন। ৩১ জানুয়ারি নাগারাজু তাঁর প্রেমিকা সৈয়দ আশরিন সুলতানাকে বিয়ে করেন। তাঁর পরিবার এই বিয়ে মেনে নিলেও আশরিনের পরিবার প্রথম থেকে আপত্তি জানিয়েছিল।
নাগারাজুর পরিবারের সদস্যদের কথায়, কলেজে পড়ার সময়েই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। অভিযোগ, বিয়ে করার পর থেকেই লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল নাগারাজুকে। মুসলিম মেয়েকে হিন্দু ছেলে বিয়ে করতে পারে না জানিয়ে আশরিনকে তাঁর বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
বুধবার সন্ধ্যায় নাগারাজু ও আশরিন বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় সরুরণগরের মন্ডল অফিসের কাছে এক ব্যক্তি বাইক আটকে দাঁড়ায়। তারপর রড দিয়ে নাগারাজুর মাথায় আঘাত করে। নাগারাজু পড়ে গেলে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তি। চলে পরের পর কোপ। মৃত্যু হয়েছে বোঝার পর চম্পট দেয় আততায়ী।