Twin Cyclone: পশ্চিমী বাতাসের ‘বিস্ফোরণ’, বঙ্গোপসাগরের ‘অশনি’কে সঙ্গ দিতে ভারত মহাসাগরে তৈরি হতে পারে আরও এক ঘূর্ণিঝড়!

1/6নিরক্ষরেখার উত্তরে তৈরি হতে চলা অশনি খুব সম্ভবত উত্তর অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা উপকূলে আঘান হানতে পারে। এদিকে গোলার্ধের অপরদিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ধাপে ধাপে ঘূর্ণিঝড় পরিণত হলেও তা ভারতের দিকে আসবে না।  (ছবি সৌজন্য পিটিআই)

ওয়েস্টার্লি উইন্ড ‘ব্লাস্ট’ বা পশ্চিমী বাতাসের ‘বিস্ফোরণে’র জেরে এই ধরনের জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ভারত মহাসাগরের পশ্চিমী বাতাস প্রবল হওয়ায় গোলার্ধের দুই দিকেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার দেখা দিয়েছে। এই আবহে দুটি নিম্নচাপের যেটি বেশি বাতাস টানতে পারবে, সেটি বেশি শক্তিশালী হয়ে এগিয়ে যাবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6ওয়েস্টার্লি উইন্ড ‘ব্লাস্ট’ বা পশ্চিমী বাতাসের ‘বিস্ফোরণে’র জেরে এই ধরনের জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ভারত মহাসাগরের পশ্চিমী বাতাস প্রবল হওয়ায় গোলার্ধের দুই দিকেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার দেখা দিয়েছে। এই আবহে দুটি নিম্নচাপের যেটি বেশি বাতাস টানতে পারবে, সেটি বেশি শক্তিশালী হয়ে এগিয়ে যাবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
এর আগে ২০১৯ সালে বাংলার উপকূলে যখন ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়েছিল, তখন দক্ষিণ গোলার্ধে তৈরি হয়েছিল ঘূর্ণঝিড় লর্না। সেবার, লর্না-ফণীর প্রতিযোগিতায় এগিয়ে ছিল ফণী। যার জেরে ফল ভোগ করতে হয়েছিল বাংলাকে। এবার অবশ্য দুই নিম্নচাপের লড়াইয়ে এগিয়ে আছে ভারত মহাসাগরের সিস্টেমটি। এর জেরে অশনি কম শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/6এর আগে ২০১৯ সালে বাংলার উপকূলে যখন ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়েছিল, তখন দক্ষিণ গোলার্ধে তৈরি হয়েছিল ঘূর্ণঝিড় লর্না। সেবার, লর্না-ফণীর প্রতিযোগিতায় এগিয়ে ছিল ফণী। যার জেরে ফল ভোগ করতে হয়েছিল বাংলাকে। এবার অবশ্য দুই নিম্নচাপের লড়াইয়ে এগিয়ে আছে ভারত মহাসাগরের সিস্টেমটি। এর জেরে অশনি কম শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
সাধাগতকালই দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে। আগামী দুই দিনে সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত বছর মে মাসে আছড়ে পড়েছিল যশ৷ তার আগে আমফান৷  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6সাধাগতকালই দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে। আগামী দুই দিনে সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত বছর মে মাসে আছড়ে পড়েছিল যশ৷ তার আগে আমফান৷  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, প্রাথমিকভাবে নিম্নচাপটি উত্তরে ও পশ্চিমে অগ্রসর হবে এবং আজ সন্ধেয় গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার ৮ মে সন্ধেয় আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। (ছবি - windy.com)
5/6আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, প্রাথমিকভাবে নিম্নচাপটি উত্তরে ও পশ্চিমে অগ্রসর হবে এবং আজ সন্ধেয় গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার ৮ মে সন্ধেয় আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। (ছবি – windy.com)
উত্তর-পশ্চিম দিকে সরে ১০ মে মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি। ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করবে সেটি। আপাতত পশ্চিমবঙ্গের উপর এই গোটা সিস্টেমের সরাসরি কোনও প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। তবে এর জেরে বৃষ্টি হবে রাজ্যের বহু জেলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6উত্তর-পশ্চিম দিকে সরে ১০ মে মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি। ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করবে সেটি। আপাতত পশ্চিমবঙ্গের উপর এই গোটা সিস্টেমের সরাসরি কোনও প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। তবে এর জেরে বৃষ্টি হবে রাজ্যের বহু জেলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.