এবার ভারতীয় সেনা জওয়ানরা পেতে চলেছে বুলেট প্রুফ বিশেষ জ্যাকেট। এই জ্যাকেট সেনা জওয়ানদের এমন ঢাল তৈরি করবে, যা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাঁধলেও সুরক্ষা দেবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই এই বিশেষ জ্যাকেট ভারতীয় সেনা পেতে চলেছে।
এই বিশেষ জ্যাকেট সেনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই জ্যাকেট সেনাদের ‘স্টিল কোর বুলেট’ থেকে বাঁচাতেও সক্ষম। এই স্টিল কোর বুলেট ভারতীয় সেনার কাছে চিন্তার বিষয় ছিল। কারণ, এই বুলেট জইশ-ই-মহম্মদের কাছে পাওয়া যায় বলে খবর। সেনা জওয়ানরা জঙ্গি গোষ্ঠীর জইশ-ই-মহম্মদের এক কমান্ডারকে সোপিয়ানে নিকেশ করে। এই জঙ্গির কাছ থেকেই ৩৬ রাউন্ড স্টিল কোর বুলেট বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গেছে।
এরপরেই, প্রতিরক্ষা মন্ত্রক উদ্বেগ নিয়ে ‘স্টিল কোর বুলেট’ প্রতিরোধী জ্যাকেট কেনার ব্যবস্থা করে। সন্দেহ করা হয়েছে যে, আফগানিস্তানে মার্কিন সেনা বাহিনীদের ফেলে যাওয়া বুলেটগুলোই ঘুরপথে জঙ্গি গোষ্ঠীগুলো পেয়ে যাচ্ছে। বাজেয়াপ্ত বুলেটের গঠন অনুযায়ী, এই বুলেট গুলো ন্যাটো বাহিনীর অনুরূপ। এহেন, আগাম সম্ভাব্য লড়াইয়ের আগেই পুরো প্রস্তুতি নিয়ে রাখছে ভারতীয় সেনা।
2022-05-06