এই দেশে শুধু বৈচিত্র্যই আর বৈচিত্র। কয়েক কিলোমিটারের তফাৎ-এই দেখা যায়, সাংস্কৃতিক বৈচিত্র, ধর্মীয় বৈচিত্র এবং ভাষাগত বৈচিত্র। এই বৈচিত্র দর্শন করতে বেরোলে সত্যিই অভিভূত হয়ে যেতে হয় প্রত্যেক মুহূর্তে। এইসবেরই মাঝে প্রকাশ্যে এলো এক রহস্যময়ী মন্দিরের কাহিনী।
এই মন্দির রয়েছে মধ্যপ্রদেশের গড়িয়া ঘাট এলাকায় অবস্থিত ‘মাতা জী’-এর মন্দিরে। নানান অবিশ্বাস্য চমৎকারের জন্য খ্যাত এই মন্দির। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই মন্দিরের প্রদীপ জ্বালানোর পদ্ধতি। কারণে, এই মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য ঘি-এর ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় জল। বিশ্বাস করা হয়ে যে, এই প্রদীপ বিগত ৫০ বছর ধরে জ্বলছে। অনেক বিজ্ঞানী এর রহস্য ভেদ করার চেষ্টা করেছেন, কিন্তু কেউই এখনও এর রহস্যভেদ করতে পারেননি।
এই মন্দির মধ্যপ্রদেশের কালি সিন্ধ নদীর তীরে অবস্থিত আগার-মালব জেলার অধীনে নালখেড়া থেকে ১৫ কিমি দূরে গড়িয়া গ্রামের নিকটবর্তী স্থানে অবস্থিত। এই মন্দির ‘গড়িয়াঘাট ওয়ালি মাতাজি’-এর মন্দির নামে পরিচিত। মন্দিরের এক পুরোহিতের বক্তব্যের ভিত্তিতে জানা গেছে, “পাঁচ বছর আগে পর্যন্ত এই মন্দিরে প্রদীপ তেলের সাহায্যেই জ্বালানো হতো। কিন্তু, এক পুরোহিতের স্বপ আসে, যার পর থেকে এই মন্দিরের প্রদীপ জলের সাহায্যেই জ্বালানো হয় এবং তখন থেকেই এই প্রদীপ জ্বলছে”।
2022-05-06