তারস্বরে গান বাজছে। চলছে উদ্দাম নাচ। সঙ্গে লাল, নীল আলোর ঝলকানি। নাইট ক্লাবের এমন পরিবেশে হঠাতই ভেসে উঠল রাহুল গান্ধীর মুখ। পাশে দাঁড়িয়ে ভদ্রমহিলা। তাঁকে কিছু একটা বোঝাচ্ছেন তিনি। মঙ্গলবার এই ভিডিও টুইট করেছে বিজেপি। জানা গেছে, এটা নেপালের রাজধানী কাঠমান্ডুর কোনও একটি নাইট ক্লাবের ভিডিও। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি রাইজিং বেঙ্গল।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ভিডিও টুইট করে লিখেছেন, ‘গোটা মুম্বই যখন অবরুদ্ধ তখন রাহুল গান্ধী ছিলেন নাইটক্লাবে। যখন তাঁর দলে একের পর এক বিস্ফোরণ ঘটছে, আবারও তাঁকে দেখা গেল নাইটক্লাবে। এ ব্যাপারে তিনি ধারাবাহিক’। যদিও কংগ্রেসের দাবি, নেপালে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সাংসদ।
সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্স সফর নিয়ে কটাক্ষ করেছিল কংগ্রেস। দলের তরফে ওই দিন রাতে টুইট করে বলা হয়, ‘দেশে যখন একটা সঙ্কটময় পরিস্থিতি চলছে, সাহেব তখন বিদেশ ভ্রমণে!’ রাহুল গান্ধীর নাইটক্লাবের ভিডিও প্রকাশ্যে আসতেই কংগ্রেসের সেই খোঁচাকেই এ বার ব্যুমেরাং হিসেবে ফিরিয়ে দিল বিজেপি।
যদিও কংগ্রেসের তরফে বিজেপির তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর দাবি করেন, একটি ‘বিয়ের অনুষ্ঠানে’ যোগ দিয়ে গিয়েছিলেন রাহুল। টুইটারে তিনি বলেন, ‘উনি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্যে কী ভুল আছে? সংঘের লোকেরা কেন তাঁকে এত ভয় পান? কেন মিথ্যা কথা ছড়াচ্ছেন সংঘের লোকজন? আমরা প্রত্যেকেই ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিই।’