জার্মানির সঙ্গে ১০.৫ বিলিয়ন ডলারের চুক্তি সাক্ষর ভারতের, মোদী বললেন, ‘সাফল্যের উদাহরণ’

জার্মানির সঙ্গে ১০.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়ে গেল ভারতের। চুক্তি অনুযায়ী ২০৩০ সালের লক্ষ্যে ভারত স্বচ্ছ জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ১০.৫ বিলিয়ন ডলার পাবে জার্মানির কাছ থেকে। দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে খবর। মূলত স্থিতিশীল উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এই চুক্তিগুলি স্বাক্ষর হয়েছে। বৈঠকে মুখোমুখি বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ওলফ শুলজ

বৈঠকের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, ”ভারত-জার্মানি আন্ত সরকারি পরামর্শ ফলপ্রসূ হয়েছে। আমি স্থিতিশীল উন্নয়ন ও অর্থনৈতিক বৃদ্ধি আরও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে যাবতীয় আলোচনা করেছি, জার্মানির একাধিক মন্ত্রী ও চ্যান্সেলরের সঙ্গে।” পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজকের বৈঠকে দুই দেশের মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি, ব্যবসা ও উদ্ভাবন সংস্কৃতি নিয়ে আলোচনা হয়। আগামী দিনে ভারত-জার্মানি একসঙ্গে বহু বিষয়ে কাজ করবে।’ ওদিকে জার্মানির চ্যান্সেলর জানান, ”আমরা চাই, বিভিন্ন দেশ পরস্পরের মধ্যে আর্থিক সহযোগিতার মাধ্যমে উন্নততর ভবিষ্যৎ গড়ে তুলুক। এই বিষয়টিই আমি মোদীর সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ভারত ও জার্মানি, দুই দেশই জানিয়েছে, তারা মুক্ত বাণিজ্য চুক্তির পক্ষে।”

দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর বিদেশমন্ত্রক একটি প্রেস কনফারেন্সে জানান, এই যৌথ সম্মেলনে দুই নেতাই নিজেদের বক্তব্যের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের মূল দিকগুলি তুলে ধরেন। সেইসঙ্গে আঞ্চলিক ও বিশ্বের যে সমস্ত সমস্যা রয়েছে, সেইসব বিষয়ে আলোচনা হয়। দুই নেতাই নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.