প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বার্লিনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে যোগদান করেছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৬০০ জন প্রবাসী ভারতীয়। তাদের মাঝেই বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানের শেষে প্রবাসীদের মুখে শোনা গেল মোদী মোদী রব। অনুষ্ঠান শেষে স্লোগান ধ্বনি উঠতে থাকে। সকলেই একসঙ্গে তারস্বরে বলতে থাকেন, ‘টোয়েন্টি-টোয়েন্টিফোর, মোদী ওয়ান্স মোর।’
এই বিশেষ অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেন, কথা বলেন ও ছবি তোলেন। শুধু তাই নয়, ছোটদের সঙ্গেও গল্পগুজব করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভাগ্যবান যে আমি জার্মানিতে ‘মা ভারতী’র সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আপনাদের সবার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। আপনারা অনেকেই জার্মানির বিভিন্ন শহর থেকে বার্লিনে এসেছেন।’ তিনি আরও জানান, ‘আজ আমি এখানে আমার সম্পর্কে বা মোদী সরকারের কথা বলতে আসিনি। আমি আপনাদের মতো কোটি কোটি ভারতীয়দের ক্ষমতা সম্পর্কে কথা বলতে চাই এবং তাদের প্রশংসা করতে চাই। আমি যখন কোটি কোটি ভারতীয়দের কথা বলি, তাতে শুধু দেশে বসবাসকারী মানুষদের উল্লেখ করি না, বরং এখানে যারা বসবাস করেন তাদেরও অন্তর্ভুক্ত করি।’
এছাড়াও প্রধানমন্ত্রী ভারতীয়দের উন্নতির খতিয়ান বিশ্বের সামনে তুলে ধরে বলেন, ‘ভারত ঝুঁকি নেয়, উদ্ভাবন করে। আমার মনে আছে যে ২০১৪ সালের দিকে, আমাদের দেশে মাত্র ২০০ থেকে ৪০০টি স্টার্টআপ ছিল। আজ, দেশে ৬৮ হাজারেরও বেশি স্টার্টআপ রয়েছে। আজ যেভাবে ভারতে শাসন ব্যবস্থায় প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাতে নতুন ভারতের রাজনৈতিক সদিচ্ছা দেখা যাচ্ছে… এখন কোনও প্রধানমন্ত্রীকে বলতে হবে না যে আমি দিল্লি থেকে ১ টাকা পাঠাই কিন্তু মাত্র ১৫ পয়সা পৌঁছায় জনগণের কাছে।’
2022-05-04